দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দাউদকান্দি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়ন জমা দেওয়া হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে সমবেত হয় উপজেলা চত্বরে।
মনোনয়নপত্র জমাদানের পর ইঞ্জিনিয়ার সবুর বলেন, উন্নয়নের মার্কা নৌকা। নৌকায় ভোট দিলে এগিয়ে যাবে দেশ। তাই আশা করছি, এবারের নির্বাচনে নৌকা প্রতীকে আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে এলাকাবাসী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, সহসভাপতি বশির মিয়াজী, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এস সুমন সরকার, কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগ আহ্বায়ক তাসলিমা খন্দকার সিমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক খন্দকার শাহজাহান, যুগ্ম আহ্বায়ক বিল্লাল মজুমদারসহ জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা।
পরে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ইঞ্জিনিয়ার আব্দুর সবুরের পক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল মনোনয়নপত্রের মূলকপি জমা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রতন শিকদার, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল বাশার।
মন্তব্য করুন