শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৫:০০ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

চোরের ভয়ে এসি খুলে ফেলছেন ব্যবসায়ীরা

চোরের ভয়ে এসির আউটডোর খুলে ফেলেছেন ব্যবসায়ীরা। ছবি: কালবেলা
চোরের ভয়ে এসির আউটডোর খুলে ফেলেছেন ব্যবসায়ীরা। ছবি: কালবেলা

নোয়াখালীর চাটখিল পৌর বাজারে চোরের ভয়ে এসি খুলে ফেলেছেন ব্যবসায়ীরা। গত কয়েক মাস ধারাবাহিকভাবে চুরি হয়ে যাচ্ছে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এসির আউটডোরের অংশ। থানায় লিখিত অভিযোগ করেও ব্যবসায়ীরা কোনো প্রতিকার পাননি। যে কারণে অনেকটা বাধ্য হয়েই এসির আউটডোর খুলে ফেলেছেন কিছু ব্যবসায়ী।

জানা যায়, গত এপ্রিলের শেষ দিকে এবং মে মাসের শুরুতে বাজারের নিউ ইসলাম জুয়েলার্স, আফজাল সুজ, কুমিল্লা ফ্যাশন, এপেক্স ক্লাসিক শোরুম, চাটখিল শিশু-কিশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের এসির আউটডোরের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। এরপর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বাজার কমিটিকে বিষয়টি মৌখিকভাবে জানানোর পাশাপাশি থানায় লিখিত অভিযোগ করেন। এসবের মধ্যেই সর্বশেষ ২৬ এবং ২৭ জুন আরও চারটি ব্যবসা প্রতিষ্ঠানের এসির আউটডোরের কম্প্রেশারসহ বিভিন্ন অংশ চুরি হয়ে যায়।

সরজমিনে ঘুরে দেখা যায়, ২৭ জুন রাতে উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়াল ঘেঁষে লাগানো চারটি এসির আউটডোর খুলে ফেলছেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা- ঈদের বন্ধে এসব আউটডোর চুরি হয়ে যেতে পারে। উপজেলা পরিষদের ভেতর থেকে বাউন্ডারি ওয়াল টপকানো ছাড়া এসব আউটডোর পর্যন্ত পৌঁছানো কারও পক্ষেই সম্ভব নয়। উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে চুরি যাওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মনে করছেন ব্যবসায়ীরা।

নিউ ইসলাম জুয়েলার্সের স্বত্বাধিকারী ব্যবসায়ী সুমন চৌধুরী বলেন, ‘দুই মাস আগে আমাদের অনেকেরই এসির আউটডোর কম্প্রেসারের বক্স ভেঙে চুরি করে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। আমি থানায় গিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ এসে স্থান পরিদর্শন করে যাওয়া ছাড়া আর কোনো কাজ হয়েছে বলে মনে হয়নি। যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে এখনো এসির আউটডোর চুরি বন্ধ হচ্ছে না। উপজেলা পরিষদের ভেতর থাকা সিসি ক্যামেরা চেক করলেও এসব চুরির ভিডিও পাওয়া যাওয়ার কথা। কিন্তু এ বিষয়ে সহযোগিতা চেয়েও উপজেলা প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেন তিনি।’

চাটখিল বাজার বণিক সমিতির সভাপতি ও চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ রাখতে আমরা কাজ করছি। বাজার থেকে এভাবে চুরি হওয়া দুঃখজনক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

চাটখিল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন দুই মাস আগে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। আগের অভিযোগ এখনো তদন্ত চলমান রয়েছে। তবে সাম্প্রতিককালের নতুন করে চুরি হওয়া কিংবা চোরের ভয়ে এসির আউটডোর খুলে ফেলার বিষয়টি তিনি জানেন না বলে কালবেলাকে জানান।

সর্বশেষ ২৬ ও ২৭ জুন চুরি হওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- শীতল ফ্যাশন, রুপের হাট, চাঁদনি জুয়েলার্স, প্রিয়াঙ্গন ফ্যাশন।

উল্লেখ্য, চোরের ভয়ে আউটডোর খোলার কয়েক ঘণ্টা পর ২৭ জুন রাতে এসির আউটডোর না পেয়ে সেসব আউটডোরের পাইপ কেটে নিয়ে যাওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

১০

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

১১

জামায়াতের প্রার্থীকে শোকজ

১২

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১৩

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১৪

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১৫

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১৬

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৭

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৮

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৯

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

২০
X