গাজীপুরের টঙ্গীতে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী মরকুন মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ওই নারীর নাম হাজেরা বেগম (৩৩)। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া থানারগুলমাইচ গ্রামের আজাহার আলীর মেয়ে।
থানার এসআই আবুল হোসেন লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মৃত হাজেরা মরকুন মধ্যপাড়া এলাকার জনৈক শহিদুল ইসলামের ভাড়া বাড়িতে স্বামী-সন্তানের সাথে বাস করতেন।
পুলিশ জানায়, সোমবার সকালে স্বামী সুমন স্ত্রী হাজেরা ও সন্তানদের বাসায় রেখে কারখানায় কাজে যোগ দেন। দুপুরে কক্ষ থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেয়ে আশপাশের লোকজন ওই কক্ষে গিয়ে কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় হাজেরার নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, হাজেরার মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
মন্তব্য করুন