ফরিদপুরের নগরকান্দায় আলোচিত কলেজছাত্র সৌরভ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা কলেজছাত্র সৌরভ হত্যার সাথে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানান।
এ সময় সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এসএম রবিউল ইসলাম, প্রভাষক মোহাম্মদ আলমগীর তালুকদার, নীলোৎপল সিকদার, শাহ আলম মোল্লা, গোলাম মাহমুদ, রাজ্জাক তালুকদার, তাসলিমা আক্তার, সোনিয়া খাতুনসহ কয়েক শত শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।
উল্লেখ্য শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে ফরিদপুরের ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা সদর বাজার সংলগ্ন জোড়া ব্রিজের নিজ থেকে নগরকান্দা সরকারি মহাবিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র সৌরভের রহস্যজনক মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ।
সৌরভ উপজেলার কাইচাইল ইউনিয়নের মাঝিকান্দা গ্রামের স্বপন মালোর ছেলে।
মন্তব্য করুন