ঘন কুয়াশার কারণে বন্ধের সাত ঘণ্টা পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে সোমবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকে ওই দুই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করা হয়।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, সোমবার সন্ধ্যার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলে বিকন বাতি ও মার্কিন পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয় এবং পরদিন সকাল ৭টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার শুরু হয়।
এদিকে টানা ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যাত্রীদের চরম দুর্ভোগ বাড়ে এবং দৌলতদিয়া ঘাট এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন চালক, যাত্রী, বয়স্ক মানুষজন ও শিশুরা।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক আলিম দেওয়ান কালবেলাকে জানান, ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এ নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। ওই ফেরিগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
অন্যদিকে, দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন কালবেলাকে জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ১৮টি লঞ্চ চলাচল করছে এবং লঞ্চগুলো দিয়েই যাত্রী পারাপার করা হচ্ছে।
মন্তব্য করুন