কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

এমপি ফখরুলের সম্পদ বেড়েছে পাঁচগুণ

রাজী মোহাম্মদ ফখরুল। ছবি : কালবেলা
রাজী মোহাম্মদ ফখরুল। ছবি : কালবেলা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের গত ১০ বছরে সম্পদ বেড়েছে পাঁচগুণ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। রাজী মোহাম্মদ ফখরুলের ৩টি নির্বাচনী হলফনামায় এ তথ্য পাওয়া যায়।

২০১৪ সালে রাজী মোহাম্মদ ফখরুলের বার্ষিক আয় ছিল ১২ লাখ ৫২ হাজার ২৪০ টাকা। বর্তমানে তার বার্ষিক আয় দাঁড়িয়েছে ৭৮ লাখ ১৫ হাজার ৭৯৪ টাকায়। ২০১৪ এবং ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দুদফায় এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনী হলফনামায় তার ৯০ লাখ ৯৩ হাজার ৫২৮ টাকার সম্পদের উল্লেখ করা হয় এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আয় বেড়ে দাঁড়ায় ২ কোটি ১৬ লাখ ৮ হাজার ২১৬ টাকায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী হলফনামা অনুসারে গত ১০ বছরে তার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৫৩ টাকায়।

এ ছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচনে তার নির্ভরশীল ব্যক্তিদের নামে কোনো টাকা না থাকলেও বর্তমানে আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৫২ হাজার ১০৫ টাকা। রাজী মোহাম্মদ ফখরুলের স্ত্রীর নামে ২৫ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকার আসবাবপত্র থাকলেও নিজের নামে নেই কোনো আসবাবপত্র বা স্বর্ণ।

রাজী মোহাম্মদ ফখরুলের দ্বাদশ নির্বাচনের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, তার বার্ষিক আয় ৭৮ লাখ ১৫ হাজার ৭৯৪ টাকা। সংসদ-সদস্য হিসেবে সম্মানী ভাতা ২২ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা, ব্যবসা থেকে ৪৩ লাখ ৩ হাজার ৮৮৭ টাকা, চাকরি থেকে ১২ লাখ, ব্যাংক ও ডিপিএস সুদ ২৪ হাজার ৪০৭ টাকা তিনি আয় করেছেন। নিজের নামে নগদ রয়েছে ৬৬ লাখ ৯৭ হাজার ৩৭৬ টাকা।

তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৫ লাখ ৩০ হাজার ৭৯ টাকা, ডিপিএস রয়েছে ১০ হাজার, আয়ূর্বেদীয় ফার্মেসিতে আছে ১৮ লাখ ৫৪ হাজার ৫৩০ টাকা, এপি ঢাকা লিমিটেডে আছে ৪০ হাজার টাকা, মুন্সী এন্টারপ্রাইজ লিমিটেডে আছে ১০ লাখ টাকা, মুন্সী করপোরেশন লিমিটেডে আছে ৯৮ হাজার টাকা, এপি কনজুমার প্রা. লিমিটেডে আছে ১ লাখ টাকা, টিউন বাংলাদেশ লিমিটেডে আছে ২ লাখ টাকা, ইন্টারন্যাশনাল সু-কোং লিমিটেডে আছে ৮০ হাজার টাকা, এমবিএম বাংলাদেশে লিমিটেডে আছে ২ লাখ টাকা, ব্লু ওয়াটারর্স হোল্ডিং লিমিটেডে আছে ৪ লাখ ১৪ হাজার ৬০০ টাকা, পোস্টাল সেভিং সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ ২০ লাখ ৪৯ হাজার ১৫২ টাকা, বাস, ট্রাক, মোটরগাড়ি ও মোটরসাইকেল ইত্যাদির বিবরণীতে রয়েছে ১ কোটি, ৬৯ লাখ, ২০ হাজার ৫১৭ টাকা, ইলেকট্রনিকসামগ্রী রয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা, এপি প্লাস্টিকে আছে ১৩ লাখ ৭১ হাজার ২ টাকা, এসআর এক্সপোর্টে আছে ১৭ লাখ ৮৭ হাজার ৬৩০ টাকা, এসআর রেন্টাল্সে আছে ৯৮ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা, ফিসিং প্রজেক্টে আছে ৬৫ লাখ ২৬ হাজার ৮০০ টাকা। পাশাপাশি স্থাবর সম্পদ হিসেবে নিজের নামে অকৃষি জমি রয়েছে ১৭.৭৫ কাঠা, যার মূল্য ১৩ লাখ ৪৬ হাজার ২৪০ টাকা।

এ ছাড়া রাজী মোহাম্মদ ফখরুলের ওপর নির্ভরশীল ব্যক্তির বার্ষিক আয় রয়েছে ৪১ লাখ ২১ হাজার ৯৩৯ টাকা। তার মধ্যে বাড়ি/অ্যাপার্টমেন্ট/ দোকান বা অন্যান্য ভাড়া ১ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত ৫ লাখ ১৮ হাজার ৪০০ টাকা, চাকরি থেকে ৩০ লাখ ৯০ হাজার ৫৪৩ টাকা, ব্যাংক ও ডিপিএস সুদ ৩ লাখ ৩৭ হাজার ৪৯৬ টাকা।

স্ত্রীর নামে নগদ টাকা রয়েছে ৮৫ লাখ ৫৫ হাজার ৪৬ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৫ লাখ ৪ হাজার ৩৪৯ টাকা, পোস্টাল সেভিং সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ ২ কোটি ১৩ লাখ ৩৮ হাজার ৮৫২ টাকা, বাস/ট্রাক/মোটরগাড়ি ও মোটরসাইকেল ইত্যাদির বিবরণীতে রয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা, স্বর্ণ রয়েছে ২৫ ভরি, ইলেকট্রনিকসামগ্রী রয়েছে ৩ লাখ ৯১ হাজার ৯১৯ টাকা, আসবাবপত্র রয়েছে ১ লাখ টাকার এবং হেবাসূত্রে প্রাপ্ত দালান (আবাসিক বা বাণিজ্যিক) রয়েছে ১.৫০০ স্কয়ার ফিট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

ঢাবির শোক দিবসে জগন্নাথ হল স্মৃতিসৌধে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

চাকসুতে জয় পেলেন সাদিক কায়েমের ভাই আবু আয়াজ

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

চাকসুতে ভিপি ও জিএস পদে শিবির, এজিএস পদে ছাত্রদল জয়ী

স্লোগানে-স্লোগানে ফের উত্তাল চবি

আরও তিন হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

১০

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

১১

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

১২

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

১৩

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৪

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

১৫

হাসপাতালে খালেদা জিয়া

১৬

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

১৭

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

১৮

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

১৯

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

২০
X