বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ির লোভে ট্রাকচালককে হত্যা, গ্রেপ্তার ১

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচালক রুবেল হত্যার ঘটনায় প্রধান আসামি মিনহাজুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা
বগুড়ার শিবগঞ্জে ট্রাকচালক রুবেল হত্যার ঘটনায় প্রধান আসামি মিনহাজুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচালক রুবেল হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি মিনহাজুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিনহাজুল শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ চাউলিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। প্রাথমিকভাবে তিনি এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত বুধবার (১৩ ডিসেম্বর) শিবগঞ্জের চাওলাপাড়া গ্রামে নিজ বাড়িতে ট্রাকচালক রুবেল মিয়াকে তার শয়ন কক্ষে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের মা জমিলা বেগম শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানায়, অভিযোগ পাওয়ার পর র‌্যাবের চৌকষ টিম আসামিদের ধরতে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। তখন র‌্যাবের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ওই এলাকা থেকে মামলার প্রধান আসামি মিনহাজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে আসামি। আসামির বরাত দিয়ে র‌্যাব জানায়, আসামি মিনহাজুল তার এক সহযোগীকে নিয়ে ওই ট্রাকচালকের বাসায় চারটি ইয়াবা ট্যাবলেট নিয়ে যায়। এরপর তিনজন মিলে ইয়াবা সেবন করে। একপর্যায়ে মিনহাজুল ও তার সহযোগী মিলে ট্রাকচালক রুবেলকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চিত করে তারা।

র‌্যাবে-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তৃতীয় একটি পক্ষ রুবেলকে হত্যার বিনিময়ে আসামিকে একটি বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছিল। আসামির সঙ্গে নিহতের পূর্বের পারিবারিক বিরোধের জের ও তৃতীয় পক্ষ থেকে বাড়ির অফার পেয়ে আসামি এই নির্মম হত্যাকাণ্ড ঘটায়। তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া ওই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুর ট্রাকে লুকানো ছিল ৫ কোটি টাকার ভারতীয় পণ্য, অতঃপর...

সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ খালেদা জিয়ার 

অতীত ভাবার বিষয় নয়, উন্নয়নের রাজনীতি করতে চাই : বাবর

সাদমান-জয়ের ফিফটিতে চালকের আসনে বাংলাদেশ

বড় ভূমিকম্পের আগাম বার্তা

পানি পানে এই ৪ ভুল করছেন? হতে পারে ভয়াবহ বিপদ

একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চাই : শামীম সাঈদী

দুবাই এয়ারশোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

টানা ৩০ দিন প্রতি রাতে জিরা ভেজানো পানি পান করলে কী হয়?

১০

যে মাত্রায় ভূমিকম্প হয়েছে তার তুলনায় ‘ইনজুরড’ বেশি : স্বাস্থ্য উপদেষ্টা

১১

মোটরসাইকেল না দেয়ায় বাড়িতে পেট্রোল ও ককটেল বিস্ফোরণ যুবকের

১২

পাকিস্তানে বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক নিহত

১৩

অ্যাশেজ সিরিজ : ১০০ বছরে এমন ঘটনা এবারই প্রথম ঘটল

১৪

আগামী নির্বাচনে ছাত্র-জনতা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে : গোলাম পরওয়ার

১৫

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৩ হাজারেরও বেশি

১৬

ভূমিকম্পে ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক

১৭

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া

১৮

৩০ মিনিটে ৯ কোটি টাকা লুট

১৯

আইপিএল নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার

২০
X