বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ির লোভে ট্রাকচালককে হত্যা, গ্রেপ্তার ১

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচালক রুবেল হত্যার ঘটনায় প্রধান আসামি মিনহাজুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা
বগুড়ার শিবগঞ্জে ট্রাকচালক রুবেল হত্যার ঘটনায় প্রধান আসামি মিনহাজুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচালক রুবেল হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি মিনহাজুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিনহাজুল শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ চাউলিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। প্রাথমিকভাবে তিনি এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত বুধবার (১৩ ডিসেম্বর) শিবগঞ্জের চাওলাপাড়া গ্রামে নিজ বাড়িতে ট্রাকচালক রুবেল মিয়াকে তার শয়ন কক্ষে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের মা জমিলা বেগম শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানায়, অভিযোগ পাওয়ার পর র‌্যাবের চৌকষ টিম আসামিদের ধরতে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। তখন র‌্যাবের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ওই এলাকা থেকে মামলার প্রধান আসামি মিনহাজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে আসামি। আসামির বরাত দিয়ে র‌্যাব জানায়, আসামি মিনহাজুল তার এক সহযোগীকে নিয়ে ওই ট্রাকচালকের বাসায় চারটি ইয়াবা ট্যাবলেট নিয়ে যায়। এরপর তিনজন মিলে ইয়াবা সেবন করে। একপর্যায়ে মিনহাজুল ও তার সহযোগী মিলে ট্রাকচালক রুবেলকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চিত করে তারা।

র‌্যাবে-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তৃতীয় একটি পক্ষ রুবেলকে হত্যার বিনিময়ে আসামিকে একটি বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছিল। আসামির সঙ্গে নিহতের পূর্বের পারিবারিক বিরোধের জের ও তৃতীয় পক্ষ থেকে বাড়ির অফার পেয়ে আসামি এই নির্মম হত্যাকাণ্ড ঘটায়। তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া ওই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

১০

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১১

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১২

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৩

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৪

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৫

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৬

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১৭

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৮

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১৯

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

২০
X