খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নেতাদের সক্রিয় রাখতে কঠোর বিএনপি, শোকজ ১০

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

চূড়ান্ত আন্দোলনে নেতাদের সক্রিয় করতে খুলনায় কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। ইতিমধ্যে নিস্ক্রিয় নেতাদের তালিকা তৈরি করে প্রথমে মৌখিক সতর্ক এবং পরে চিঠির মাধ্যমে ১০ নেতাকে শোকজ করা হয়েছে। এ ছাড়া একজনকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

সন্তোাষজনক জবাব পাওয়া না গেলে শোকজপ্রাপ্ত কয়েকজনকে পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এ ছাড়া অঙ্গ সহযোগী সংগঠনের নিস্ক্রিয় নেতাদের তালিকা তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এ তথ্য।

বিএনপি নেতাকর্মীরা জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগের দিন থেকে খুলনায় ধরপাকড় শুরু হয়। এরপর খুলনা জেলা ও নগরীর ১৭টি থানায় বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন প্রায় ৫৫০ নেতাকর্মী। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন অধিকাংশ নেতা। যার কারণে হরতাল-অবরোধ, এমনকি ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসের কর্মসূচিতে বিএনপির শীর্ষ নেতাদের মাঠে দেখা যায়নি। গত দুই সপ্তাহ ধরে খুলনা মহানগর বিএনপির কয়েকজন যুগ্ম আহ্বায়ক, যুবদল ও ছাত্রদল নেতাদের কর্মসূচির সমর্থনে ঝটিকা মিছিল করতে দেখা যায়। কর্মসূচি দিয়ে মাঠে না নামায় সমালোচনা চলছে দলটির নেতাদের নিয়ে।

এ অবস্থায় কেন্দ্রের নির্দেশে নিস্ক্রিয় নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে খুলনা জেলা ও মহানগর বিএনপি। গত ১১ ডিসেম্বর দলীয় কর্মসূচিতে নিস্ক্রিয় থাকায় জেলা বিএনপির ৮ নেতাকে শোকজ করা হয়। তারা হলেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, ডুমুরিয়া উপজেলা আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, তেরখাদা উপজেলা সভাপতি চৌধুরী কওসার আলী, কয়রা উপজেলা আহ্বায়ক মোমরেজুল ইসলাম, দাকোপ উপজেলা আহ্বায়ক অসিত কুমার সাহা, ফুলতলা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সেলিম সরদার, তেরখাদা উপজেলা সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন এবং ফুলতলা উপজেলা সদস্য সচিব মো. মনির হাসান টিটো।

পর দিন চলমান কর্মসূচিতে অংশগ্রহণ না করায় ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান মো. জহুরুল হককে দলের সব পদ থেকে বহিষ্কার করে জেলা বিএনপি।

একইভাবে ১৩ ডিসেম্বর নগরীর খালিশপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ জাহিদুল ইসলাম ও সদস্য সচিব হাবিবুর রহমান বিশ্বাসকে ১৩ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিশ দেয় মহানগর বিএনপি। শোকজের চিঠিতে নিস্ক্রিয় থাকার উপযুক্ত কারণ দর্শাতে না পারলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, দলের পদধারী কিছু নেতার নিস্ক্রিয় থাকার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিরো টলারেন্স নিয়েছেন। তিনি নিজেই বিষয়টি মনিটরিং করছেন। সে কারণে তাদেরকে শোকজ করা হয়েছে। শোকজের জবাবের বিষয়ে চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। তিনিই পরবর্তী পদক্ষেপ নেবেন।

নেতাকর্মীদের অভিযোগ, গত দেড় মাসের আন্দোলন কর্মসূচিতে ঘুরে ফিরে কয়েকজন যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দেখা যায়। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির বেশিরভাগ সদস্যই কর্মসূচিতে অনুপস্থিত রয়েছেন। এমনকি ১০ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচিতেও যাননি বেশিরভাগ নেতা। নিস্ক্রিয় এসব নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি সক্রিয় কর্মীদের।

এ ব্যাপারে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, আন্দোলনের কৌশল হিসেবে নেতারা আত্মগোপনে থেকেই কর্মসূচি সফল করতে ভূমিকা রাখছেন। কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। যারা সম্পূর্ণ নিস্ক্রিয় এবং নেতাকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায়

পাঠ্যবইয়ে শেখ হাসিনার নাম হবে গণহত্যাকারী : আসিফ মাহমুদ

নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে : তারেক রহমান

নারী চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ বাংলাদেশি ফুটবলার

অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

রিজার্ভ বেড়ে ৩০.৮৫ বিলিয়ন ডলারে

জাকসু নির্বাচন, ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নিয়ে আসছে ছাত্রশিবির

ঢাকঢোল পিটিয়ে বেদখলে থাকা জমি উদ্ধার 

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব’

১০

আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না : জামায়াতের সহকারী সেক্রেটারি

১১

মানুষ ভাত পাচ্ছে না আর উপদেষ্টারা হাঁসের মাংস খুঁজতে বের হচ্ছেন : আলাল

১২

বিচারককে ‘ঘুষ’, বারে আইনজীবীর সদস্যপদ স্থগিত

১৩

ট্রাক প্রতীক নিয়ে নিজ এলাকা চষে বেড়াচ্ছেন আবু হানিফ 

১৪

শিক্ষককে ছুরি মারা সেই ছাত্রী এখন শিশু উন্নয়ন কেন্দ্রে

১৫

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত

১৬

নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা

১৭

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

১৮

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

১৯

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

২০
X