নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৬ হাজারটি ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স কিং নামের একটি বাস আটক করে পুলিশ। পরে বাসে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন ঝিনাইদাহের মহেশপুরের শরিফুল ইসলাম (৩৫), নেত্রকোনার সুশন দুর্গাপুরের মাইনুদ্দিন (৩০) ও গাজীপুরের টঙ্গী দত্তপাড়ার সাইফুল ইসলাম (২৩)।
অভিযানের নেতৃত্ব দেওয়া নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন