মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা হয়।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জি এম রাশেদুল ইসলাম, গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী, গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তানেজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিকান্দার আলী, বিভিন্ন ইউনিয়ন কমান্ডারসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
উল্লেখ, ১৯৭১ সালের তৎকালীন পশ্চিম পাকিস্তানের শোষণ ও অত্যাচারের হাত থেকে পূর্ব পাকিস্তানের বাঙালি নাগরিকদের বাঁচাতে জীবন বাজি রেখে মুক্তি-সংগ্রামে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন এই মুক্তিযোদ্ধারা। তাদের সংগ্রামের ফলেই বর্তমান স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্তিত্ব সম্ভব হয়েছে।
মন্তব্য করুন