রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মাহির অভিনয়ে বছরে আয় মাত্র ৪ লাখ টাকা

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার অগ্নিকন্যাখ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনয় করে বছরে আয় করেন মাত্র চার লাখ টাকা। আসন্ন জাতীয় নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য দাখিলকৃত হলফনামায় তিনি এমনটাই তথ্য দিয়েছেন।

কথিত আছে, মাহি একেকটি সিনেমায় অভিনয়ের জন্য ১২ থেকে ১৫ লাখ টাকা পারিশ্রমিক নেন। অথচ নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় বছরে তার ওই আয়ের বিষয়টি উল্লেখ করেছেন।

হলফনামায় নিজের ও স্বামীর স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ দিয়েছেন নায়িকা মাহি। এতে দেখা যায়, মাহির শিক্ষাগত যোগ্যতা বিবিএ। পেশা অভিনয় ও ব্যবসা। তবে কী ব্যবসা করেন তা উল্লেখ করেননি। যদিও ব্যবসা থেকে তিনি বছরে আয় করেন তিন লাখ টাকা। আর অভিনয় থেকে তার আয় মাত্র চার লাখ টাকা। অন্যান্য খাত থেকে আরও ১ লাখ ২৫ হাজার টাকা আয় হয় মাহির।

হলফনামায় মাহিয়া মাহি তার বার্ষিক আয় দেখিয়েছেন ৮ লাখ ২৫ হাজার টাকা। ব্যবসা থেকে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন তিন লাখ টাকা। পেশা থেকে দেখিয়েছেন চার লাখ টাকা। অন্যান্য খাত থেকে আয় ১ লাখ ২৫ হাজার টাকা। অর্থাৎ সব মিলিয়ে তার বার্ষিক আয় সোয়া আট লাখ টাকা।

হলফনামায় মাহিয়া মাহি স্থাবর কোনো সম্পদ দেখাননি। অর্থাৎ হলফনামা অনুযায়ী, তার কোনো জায়গাজমি, ফ্ল্যাট ও বাড়ি নেই। তবে অস্থাবর সম্পদ দেখিয়েছেন। তার নগদ টাকা আছে দেড় লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১ লাখ ১৪ হাজার ৫৫৮ টাকা। স্বামীর নগদ অর্থ ৩ লাখ টাকা আর ব্যাংকে জমা আছে ২৫ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা।

হলফনামায় অস্থাবর সম্পদে ৫৬ লাখ ২৫ হাজার টাকার এসইউভি গাড়ি ব্যবহারের তথ্য জানিয়েছেন মাহিয়া মাহি। তার স্বামী চালান ৮৩ লাখ টাকা মূল্যের টয়োটা হ্যারিয়ার কার। মাহির রয়েছে ৩০ তোলা স্বর্ণ, যার দাম ১৫ লাখ টাকা। আর স্বামীর ৫০ তোলা স্বর্ণ, যার দাম ২৫ লাখ টাকা। তিনি নির্ভরশীলদের কোনো আয় দেখাননি। মাহিয়া মাহির বার্ষিক আয় আট লাখ টাকার বেশি থাকলেও তিনি নিজে ঋণগ্রস্ত। তিনি ব্যাংকঋণ দেখিয়েছেন ১৮ লাখ ২০ হাজার ৫২০ টাকা।

নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু সেই আসন থেকে তিনি মনোনয়ন পাননি। দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিলে তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন হারভেস্টে বড় নিয়োগ

যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে দ্বিগুণের বেশি

জুম টিভির অফিসে নিরাপত্তা বাহিনীর অভিযান

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৬ লাখ মানুষকে সরানোর নির্দেশ 

হাসপাতালে বাণিজ্যিক নার্সারি, সন্ধ্যায় বসে মাদকসেবীদের আড্ডা

ইহুদিবিদ্বেষ ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ফ্রান্স

টিভিতে আজকের খেলা

এমবাপ্পের জোড়া গোলে লা লিগায় রিয়ালের সহজ জয়

ইবনে সিনায় চাকরির সুযোগ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১০

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

১১

এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা

১২

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

১৩

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

১৪

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

১৫

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

১৬

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

১৭

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

১৮

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

১৯

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

২০
X