সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০১:২৩ এএম
অনলাইন সংস্করণ

২৯৫ জন শিক্ষার্থীকে ঢাকা জেলা পরিষদের বৃত্তি প্রদান

ঢাকা জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : কালবেলা
ঢাকা জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : কালবেলা

ঢাকা জেলা পরিষদের উদ্যোগে ঢাকা জেলার ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। ধামরাই পৌর শহরের মুন্নু কমিনিউটি সেন্টারে বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ধামরাই উপজেলার ২৪৫ জন ও সাভার উপজেলার ৫০ জন কৃতীশিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়।

ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র গোলাম কবির, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ঢাকা জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা আক্তার, ঢাকা জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য সানোয়ার হক সুজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বলেন, ঢাকা জেলা পরিষদ দুর্নীতিকে না বলে মেধাবী ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে অত্যন্ত সুন্দরভাবে বৃত্তি প্রদান করে আসছে। ১৯৬৯ সালে আমি যখন নবম শ্রেণিতে পড়ি, তখন আমি শেখ মুজিবের মুক্তির জন্য আন্দোলন করে গ্রেপ্তার হই, কোর্টে মহামান্য জজ আমার অপ্রাপ্ত বয়স থাকায় জামিন প্রদান করেন। সেই থেকে আমি শেখ মুজিবের আদর্শ নিয়ে এগিয়ে চলেছি। আজ তার সুযোগ্য কন্যার হাতে দেশ চলছে।

তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য সরকার প্রতিটি শিক্ষাঙ্গনে দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ করে দিচ্ছে। সেসব ভবনে সকল আধুনিক সুযোগ-সুবিধা থাকছে। ফলে, শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে জ্ঞান অর্জন করতে পারছে। স্বাধীনতা বিরোধীচক্র সবসময় মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত ও সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষার গুরুত্ব প্রদানের ক্ষেত্রে অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ্য রাখতে হবে। কলেজের পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আমি যখন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছি তখন সম্মানি পেয়েছিলাম ৮০ টাকা। ৮০ টাকা সংখ্যায় নয় সম্মানের চোখে দেখেছি। বৃত্তি একটা সম্মান, তোমরা যারা দশ হাজার টাকা পাচ্ছো এ টাকার সংখ্যা না, এ স্মৃতিটা যখন তোমরা দেখবে তখন গর্বে তোমাদের বুক ভরে উঠবে। এখানে যারা শিক্ষার্থীরা আছো তারা একদিন দেশের বিভিন্ন দায়িত্বে কর্মরত থাকবে, তোমাদের হাতে চলবে দেশ। আমাদের দেশ উন্নত হচ্ছে সেই উন্নয়নের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষার মান বাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। তোমরা আজকের সম্মাননা ও বৃত্তি প্রধান সরকারের একটি সফল উদ্যোগ। এ প্রেরণা নিয়ে তোমরা সামনে এগিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুচোর সন্দেহে প্রবাসীকে পিটিয়ে হত্যা

এনসিপিকে ১০ আসন ছাড়ের বিষয়ে মুখ খুললেন ডা. তাহের

দুই মন্দিরের বিরোধ মিটিয়ে প্রশংসায় ভাসছে নুরুদ্দিন অপু

জকসু নির্বাচনে ১৮ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

সীমান্তে বিএসএফের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন রনি

জুলাই গণহত্যায় দায়ী ওসি-এসপিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হবে : রিফাত

টাকা তুলে ফেরার পথে সাবেক সেনাসদস্য নিহত

হাদি হত্যার আসামি ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাবির ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ শিক্ষার্থীদের উত্তরপত্র আলাদা পাঠানোর নির্দেশ

১০

বিশ্বকাপে বাংলাদেশ কি ওয়াকওভার দেবে, যা জানালেন বিসিবি পরিচালক

১১

ট্রাম্পের সাক্ষাৎ পেতে ‘স্যার’ ডেকে আকুতি জানিয়েছিলেন মোদি

১২

গ্রেপ্তারের পর যুবলীগ নেতার পোস্ট, লিখলেন ‘আমাকে পুলিশ ধরল’

১৩

অক্ষয় খান্নার চরিত্র যেভাবে ‘ছিনিয়ে’ নেন আমির!

১৪

সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

১৫

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা

১৬

ড. রেজা কিবরিয়াকে শোকজ

১৭

সুনেরাহ অনেক পোংটা: আরশ খান

১৮

কোনো পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না : মঈন খান 

১৯

সাতক্ষীরায় বছরের সর্বনিম্ন তাপমাত্রার রাতে শীতবস্ত্র বিতরণ

২০
X