রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন আবাসিক বোর্ডিংয়ে অবস্থানকালে আব্দুস সালাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, যৌন উত্তেজক ওষুধ সেবনের পর অসুস্থ হয়ে তিনি মারা যান।
বুধবার (২০ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আব্দুস সালাম জামালপুর জেলা সদরের হরিবাড়ি গ্রামের মৃত কেসমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে আব্দুস সালাম দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন গাউছিয়া রাজশাহী আবাসিক বোর্ডিংয়ে ওঠেন। ভোরের দিকে তিনি অসুস্থবোধ করলে স্থানীয়রা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণ বন্ধু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি যৌন উত্তেজক ওষুধ সেবন করে আবাসিক বোর্ডিংয়ে আসেন। এরপর সেখানে অবস্থানকালে অসুস্থবোধ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
তার মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
মন্তব্য করুন