মৌলভীবাজারের জুড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বৈদ্যুতিক তারের সংযোগে জড়িয়ে লাশ হয়ে ফিরল এক তরুণ। এ মৃত্যুতে সহপাঠী ও পরিবারে শোকের মাতম চলছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিফাত আহমদ (১৫) প্রতিদিনের মতো রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে দক্ষিণ সাগরনাল মাঠে ব্যাডমিন্টন খেলতে যায়। এ সময় পল্লী বিদ্যুতের মূল খুঁটি থেকে বিদ্যুতের তারের সংযোগ দিতে গেলে স্পর্শে সে আঘাতপ্রাপ্ত হয়। এরপর সহপাঠীরা জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার চাচা ফুলতলা বাজারের ব্যবসায়ী ইউসুফ উদ্দিন জানান, সে লেখাপড়া বাদ দিয়ে দিয়েছে। সন্ধ্যার পর তার সহপাঠীদের নিয়ে খেলা করে। এ সময় খুঁটিতে তারের সংযোগ দিতে গিয়ে মারা যায়। সে নিজেও বৈদ্যুতিক সংযোগের মিস্ত্রি হিসেবে কাজ করে।
ফুলতলা ইউনিয়নে দায়িত্বে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় সমাই বাজার কার্যালয়ের লাইনম্যান ফারুক আহমেদ বলেন, এ ব্যাপারে তাদের কেউ কিছু জানাননি। তবে খেলাধুলা বা অন্য কোনো কাজে বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ সংযোগ নেওয়ার ব্যাপারে স্থানীয় লোকজনকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন