মো. সোহেল রানা, শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যমুনায় চর জেগে ওঠায় সেচ নিয়ে চিন্তিত মানিকগঞ্জের কৃষকরা

শিবালয়ের যমুনা নদীতে জেগে ওঠা চরাঞ্চল। ছবি : কালবেলা
শিবালয়ের যমুনা নদীতে জেগে ওঠা চরাঞ্চল। ছবি : কালবেলা

মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে চর জেগে ওঠায় সেচ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন আরিচা-কাশাদহ সেচ প্রকল্পের কৃষকরা। ইরি-বোরোর ভরা মৌসুমে শুরু হবার আগেই সেচ সমস্যার সমাধান না করলে এবার চরমভাবে ব্যাহত হওয়ার শঙ্কা বোরো ধানের আবাদে। এতে করে খাদ্য সংকটের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এ অঞ্চলের কৃষকরা। সেচ প্রকল্পের পক্ষ থেকে অতিদ্রুত চরকেটে ক্যানেল তৈরি করে সেচ প্রকল্পের পানি সরবরাহের জন্য মানিকগঞ্জ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি বিভাগসহ সংশ্লিষ্টদের নিকট আবেদন করা হয়েছে।

শুক্রবার সরেজমিনে দেখা গেছে, শিবালয়ের আরিচা খালপাড় এলাকায় যমুনা নদীর তীরে কাশাদহ সেচ প্রকল্পের পানির হাউসের সামনে নদীতে বিশাল আকারের চর জেগে উঠেছে। এতে সেচ প্রকল্পের পানির হাউস এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে সরে গেছে নদী। এই হাউসের আশপাশে কোথাও কোনো পানি নেই। আছে শুধু ধু-ধু বালুচর।

এমতাবস্থায় এই চর কেটে ক্যানেল বের না করলে কোনোভাবেই এ সেচ প্রকল্পের মাধ্যমে নদীর পানি দিয়ে এ বছর বোরো আবাদ করা সম্ভব নয় বলে জানিয়েছেন, স্থানীয় কৃষকরা।

জানা গেছে, ১৯৮০ সাল থেকে ঐতিহ্যবাহী আরিচা-কাশাদহ সেচ প্রকল্পের মাধ্যমে যমুনা নদীর পাড়ে পাম্প বসিয়ে সরাসরি নদীর পানি দিয়ে শিবালয় উপজেলার ১৪/১৫টি গ্রামের ২ হাজার কৃষক প্রায় ১২শ বিঘা জমিতে দীর্ঘ ৪৩ বছর ধরে স্বল্প খরচে বোরো আবাদ করে আসছেন। এতে একদিকে নদীর আয়রনমুক্ত পানি দেওয়ায় জমির উর্বরতা শক্তি ঠিক থাকছে, অপরদিকে সেচ খরচও অনেক সাশ্রয় হচ্ছে। পানির অপচয় রোধ এবং অবকাঠামো উন্নয়নকল্পে সেচ প্রকল্পটি ২০০৪ সালে শিবালয় ক্ষুদ্র পানি ব্যবস্থপনা সমবায় সমিতি লিমিটেডের আওতায় অন্তর্ভুক্ত করা হয়। যার রেজিস্ট্রেশন নাম্বার-৩। সরকারিভাবে কয়েক দফায় প্রায় ২০ কোটি টাকা খরচ করে খালটি পুনঃখননসহ নির্মাণ করা হয়েছে পাকা ড্রেন ও পানির হাউস। এবার নদীতে চর পরে বন্ধ হয়ে গেছে পানির উৎস। সেচের অভাবে এবার বোরো আবাদ করতে না পারলে চরম খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন সেচ প্রকল্পের কৃষকরা।

ছোট আনুলিয়া গ্রামের কৃষক মো. আবুল কালাম বলেন, আমরা এই যমুনা নদীর পানি দিয়ে বোরো আবাদ করতাম। কিন্তু এ বছর চর পড়ার কারণে সেচ দেওয়া কঠিন হয়ে পড়বে। তাই চরকেটে না পানি বের করার ব্যবস্থা না করলে সেচ দিতে পারবে না।

বড় আনুলিয়া গ্রামের কৃষক মকছেদ আলী জানান, আমরা ৪০ বছর ধরে যমুনা নদীর পাড়ে পাম্প বসিয়ে সরাসরি নদীর পানি দিয়ে ইরি-বোরো আবাদ করে আসছি। এতে জমির উর্বরতা শক্তি ঠিক থাকছে এবং সেচ খরচও অনেক কম হচ্ছে। এ বছর পানির হাউসের সামনে যে চর পড়েছে তা কেটে ক্যানেল তৈরি না করলে সেচ দেয়া সম্ভব হবে না। এতে বন্ধ হয়ে যাবে বোরো আবাদ। এর ফলে এলাকায় খাদ্য সংকট দেখা দিতে পারে।

কাশাদহ সেচ প্রকল্পের সভাপতি মো. মশিউর রহমান আওয়াল জানান, দীর্ঘদিন ধরে আমরা এই সেচ প্রকল্পের মাধ্যমে পাম্পের সাহায্যে সরাসরি যমুনা নদী থেকে পানি তুলে বোরো ধানের আবাদ করে আসছি। এ বছর বিআইডব্লিউটিএ উজানে নদী খনন করে ড্রেজিংকৃত মাটি ফেলার কারণে আমাদের পানির হাউসের সামনে যমুনা নদীতে বিশাল চর জেগে উঠেছে। এতে নদীর পানি তোলার পাম্পের হাউস এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে সরে গেছে মূল নদী। এমতাবস্থায় চর না কাটলে এবার কোনোক্রমেই জমিতে সেচ দেওয়া যাবে না। এতে এলাকায় খাদ্য সংকটের পাশাপাশি গো-খাদ্যেরও চরম সংকট দেখা দিবে। এ ব্যাপারে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নিকট আবেদন করা হয়েছে।

শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার বলেন, সেচ সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রশাসন এবং পরিষদের সংশ্লিদের সাথে আলাপ-আলোচনা করা হচ্ছে। অতি দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত, ঝোড়ো হাওয়ার শঙ্কা

তারেক রহমানের জন্য কৃষক মোতালেবের রাজকীয় চেয়ার

এসএসসি পাস করেও কলেজে আবেদন করেনি লক্ষাধিক শিক্ষার্থী

শাকিব ভাই আমার গান বাদ দিয়েছিলেন : জয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

নামাজ পড়তে পড়তে কপালে দাগ ওঠা কি নেককার হওয়ার লক্ষণ?

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

১০

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

১১

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

১২

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

১৩

২৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

১৪

ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ কবে, জানাল ইসি

১৫

এবার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

১৬

সিলেটের সাদা পাথরকাণ্ডে ১০ সুপারিশ

১৭

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

১৮

রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

১৯

দোকানে গেলেই মিলবে একাকিত্ব দূর করার উপায়    

২০
X