কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বৃদ্ধকে প্রকাশ্যে কোপাল শ্যালক ও ভাগিনা

আহত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
আহত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডের নাগা এলাকায় জমিতে গরু প্রবেশের জেরে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে প্রকাশ্যে কুপিয়েছে শ্যালক ও শ্যালকের ছেলে। গুরুতর আহত বৃদ্ধকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। রাতেই ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত ওমেদ আলী (৬৫) গাজীপুর সিটি করপোরেশনের নাগা এলাকার বাসিন্দা। ঘটনার পর বৃদ্ধের মেয়ে ওহেদা খাতুন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় বৃদ্ধের শ্যালক সাহিদ, তার স্ত্রী রেবেকা ও তার ছেলে সাদ্দাম হোসেনের নামে মামলা দায়ের করেছেন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি পতিত জমিতে বৃদ্ধ ওমেদ আলীকে মাটিতে ফেলে শ্যালক সাদিক পেটাচ্ছে এবং তার ছেলে সাদ্দাম ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে। উপস্থিত কয়েকজন নারী চিৎকার করছেন, তবে কেউ বাধা দিতে এগিয়ে যাচ্ছেন না।

বৃদ্ধের মেয়ে ওহিদা খাতুন বলেন, আমার বাবা বাড়ি সংলগ্ন মসজিদের পাশেই ছোট ঘর তুলে থাকে। মসজিদের আশপাশে বিভিন্ন সবজির গাছ লাগিয়ে থাকে আমার বাবা। বিভিন্ন সময় আমার মামার গরু ওই শাক সবজি ও বিভিন্ন ধরনের লাগানো গাছপালা খেয়ে ফেলে। এ নিয়ে বাবা তাদের বিভিন্ন সময় সতর্ক করেছিল। মসজিদের পবিত্রতা রক্ষা ও গাছপালা রক্ষার জন্য তার মামাকে বার বার সতর্ক করার পরও সে শুনেনি। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিতর্ক হলে মামা বাড়ি চলে গেলে বাবা মসজিদের পাশে বাঁশ দিয়ে বেড়া নির্মাণের কাজ করছিল। বিষয়টি নিয়ে মামার বাড়িতে আলোচনা হয়। পরে মামা সাহিদ ও মামাতো ভাই সাদ্দাম হোসেন বাঁশ ও কাঠের শক্ত লাঠি দিয়ে পেটানো শুরু করে। বাঁশ ও কাঠের লাঠি ভেঙে গেলে বাবার কাজ করা দা নিয়ে তাকে কোপায়। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করি।

তিনি আরও বলেন, কোপানোর ভিডিও ছড়িয়ে পড়লে ওরা নিজেরাই তাদের হাত কেটে হাসপাতালে ভর্তি হয়েছে।

মামলার আসামি সাহিদ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি বলেন, আমাকেও সে (বৃদ্ধ) পিটিয়েছ, আমার স্ত্রীকেও মারধর করেছে। পরে আমার ছেলে রেগে গিয়ে তার ওপর আক্রমণ করেছে। আমার দুলাভাই লোক ভালো না, নেশাপানি খায়, বোনের সঙ্গেও সম্পর্ক ভালো না। আমি হাসপাতালে আছি, আমিও মামলা করব।

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ওই ঘটনার পর একটি মামলা হয়েছে। মামলার একজন আসামি হাসপাতালে পুলিশ পাহারায় রয়েছে। তদন্ত করা হচ্ছে, দোষীদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনভর উত্তাল চট্টগ্রাম

যুবককে কুপিয়ে হত্যা

বিয়েতে মাইক বাজানোর শাস্তি বেত্রাঘাত!

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

১০

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

১১

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

১২

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

১৩

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

১৪

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১৬

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১৭

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১৮

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৯

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

২০
X