চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সালাউদ্দিন নামের এক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে সরকারি চাকরির তথ্য গোপন করে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা-১৯৭৯ অনুযায়ী কোনো সরকারি কর্মচারী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। যদি নিতেও হয় তাহলে কমপক্ষে তিন বছর আগে চাকরি থেকে অবসর নিতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রার্থী সালাউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ নভেম্বর চাকরিতে অনুপস্থিত ও সংসদ নির্বাচন করার বিষয়ে কৈফিয়ত চাওয়া হলেও তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দেননি।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন বলেন, আমি সর্বশেষ ২০১২ সালে চাকরি থেকে অবসর নিয়েছি। এরপর আর চাকরি করিনি। সর্বদা নিজেকে সমাজসেবায় নিয়োজিত রেখেছিলাম। আমাকে নিয়ে এক ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে যার কোনো ভিত্তি নেই।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনের বিষয়ে সিভিল সার্জন একটি নোটিশ পাঠিয়েছেন। নোটিশটি রিটার্নিং কর্মকর্তা কাছে পাঠানো হয়েছে। তিনি নির্বাচন কমিশন অফিসে পাঠাবেন। নির্বাচন অফিসের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন