নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে প্রার্থীদের বাধা দিলে প্রয়োজনে দলীয় ব্যবস্থা : নানক

ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর এলাকায় গণসংযোগে জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা
ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর এলাকায় গণসংযোগে জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা

স্বতন্ত্র ও বিরোধীপ্রার্থীদের বাধা দেওয়ার বিষয়ে দলের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। প্রয়োজনে দলীয়ভাবেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের এ নেতা।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকা- ১৩ আসনের মোহাম্মদপুর এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগে নেমে তিনি এসব কথা বলেন।

ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী এ সময় বলেন, বিএনপি-অগ্নিসন্ত্রাস করে মানুষের সাংবিধানিক অধিকার নষ্ট করতে পারবে না।

গণসংযোগে নেমে ভোটারদের সারা দেখে নিজ অনুভূতি প্রকাশ করে নানক বলেন, আমি ভোটারদের যে সাড়া পাচ্ছি তাতে আমি আত্মহারা হয়ে গেছে। মানুষের যে আমার প্রতি এতো ভালোবাসা এত স্নেহ, মায়া ও মমতা, তা দেখে আমি ব্যাকুল হয়ে গিয়েছি। এ এলাকার মানুষের কাছে গত ৫ বছর পরে ফিরে এসে আমি যেন আমার মাতৃকূলে ফিরে এসেছি।

নানক সকালে ২৯ নং ওয়ার্ডের সূচনা কমিউনিটি সেন্টার সামনে থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় নানকের বিপুল কর্মী ও সমর্থক ওই গণসংযোগে অংশ নেন। নৌকা নৌকা স্লোগান মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। একটি খোলা জিপে নানক জনসাধারণের উদ্দেশ্যে অভিবাদন জানান তিনি।

পরে সূচনা কমিউনিটি সেন্টার থেকে রিং রোড হয় তাজমহল রোডে গণসংযোগ করেন তিনি। এ সময় উৎফুল্ল সাধারণ মানুষ ফুল ছিটিয়ে নৌকার এ প্রার্থীকে বরণ করে নেয়। এরপর ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সালাম জানিয়ে নৌকায় ভোট চান আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এ নেতা।

এদিকে নানকের গণসংযোগে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক সাধারণ মানুষও ঘর থেকে বের হয়ে নৌকার এ প্রার্থীকে সালাম জানান। অনেকে এ সংসদ সদস্যকে একবার দেখতে রাস্তায় নেমে আসেন। এ সময় সাধারণ ভোটারদের মধ্যে ভোট দেওয়ার আশাবাদ লক্ষ্য করা গেছে।

গণসংযোগে মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরের এলপি গ্যাসের দাম নির্ধারণ কবে, জানাল কমিশন

টিফিনের টাকায় রাশিয়ান মিগ-২৯ আদলে ‘বিমান’ বানালেন হাসিব 

দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে : মির্জা ফখরুল

অক্সিজেন লাগছে খালেদা জিয়ার, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ 

বিশ্বের নামিদামি যেসব তারকা দল পাননি বিপিএলে

এশিয়ার বন্যায় ১ হাজার প্রাণহানি, সেনাবাহিনী মোতায়েন

এবার যুদ্ধবিমানে শক্তিশালী হচ্ছে তেহরান, কী কৌশলে এগোচ্ছেন খামেনি

খুলনায় চলছে ৮ দলের সমাবেশ

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবি, মা-মেয়ের মৃত্যু

মেট্রোরেলের যাত্রী কমলো ১০ শতাংশ : ডিএমটিসিএল এমডি

১০

‘মানসিক চাপ’ উল্লেখ করে এনসিপি ছাড়লেন রাঙামাটির প্রধান সমন্বয়ক

১১

পূর্বাচলে শেখ রেহানার প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ আদালতের

১২

বোট উল্টে নদীতে ৫২ যাত্রী

১৩

ওজন কমাতে ভাত-রুটি ছাড়তে হবে কি না, বলছেন বিশেষজ্ঞ

১৪

সড়ক নিরাপত্তা আইন জরুরি, বছরে ৫ হাজারের বেশি প্রাণহানি

১৫

হাসিনা-টিউলিপ পৃথিবীর যেখানেই থাকুক বিচারে বাধা নেই : বিচারক

১৬

ইসরায়েলি প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও

১৭

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৮

‘ক্ষমতা দীর্ঘায়িত করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা’

১৯

শীত কখন জেঁকে বসতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

২০
X