রাজধানীর ডেমরায় পুলিশের ধাওয়া খেয়ে দুই যুবক নদীতে ঝাঁপ দিয়ে পালানোর সময় একজন নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নদীতে ঝাঁপ দেওয়া ওই দুই যুবকের নাম মো. মাসুদ (৩৫) ও হাশেম (৩৬)।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে করিম জুট মিলস সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মাসুদ সারুলিয়া টেংরা আনসার হাজির বাড়ির ভাড়াটিয়া মৃত মো. ইউনুস মিয়ার ছেলে। মাসুদের বন্ধু হাশেম সাঁতার কেটে ট্রলারে উঠে ওপারে যেতে সক্ষম হলেও মাসুদ উঠতে পারেনি।
মাসুদের ভাই বাবু জানায়, হাশেমসহ তারা দুজন গাঁজা সেবন করে নদীর পাড়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পুলিশের পোশাক পরিহিত দুই কনস্টেবলসহ সিভিল ড্রেসে ডেমরা থানার একজন পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় ভয়ে মাসুদ ও হাশেম পানিতে লাফ দেয়।
এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. উসমান গণি বলেন, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার থেকে ডুবুরি দল এসে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়েও মাসুদকে খুঁজে পায়নি।
পুলিশের ধাওয়ার বিষয়টি অস্বীকার করে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম দৈনিক কালবেলাকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ মাসুদের পরিবারের লোকজনসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি ওই পুলিশদের পরিচয় জানতে। তারা কারও পরিচয় জানাতে পারেনি। এ বিষয়ে তদন্ত চলছে। তবে খোঁজ নিয়ে দেখা গেছে, পলাতক হাশেম ও নিখোঁজ মাসুদের নামে সিদ্ধিরগঞ্জ এবং ডেমরা থানায় মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন