নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করার অপরাধে ২৬৭, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূইয়া) আসনের লাঙ্গল ও ঈগল মার্কার প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর বাজারে সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়।
জানা যায়, সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে লাঙ্গল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর নির্বাচনী ক্যাম্পে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার বিধি ১০(খ) ভঙ্গ করে ৪০০ বর্গফুটের অধিক স্থান জুড়ে ক্যাম্প স্থাপনের অপরাধে এবং ঈগল মার্কার প্রার্থী রহিম উল্লাহ'র নির্বাচনী ক্যাম্পে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধি ১০(গ) ভঙ্গ করে বিধিবহির্ভূত আলোকসজ্জার অপরাধে দুই প্রার্থীকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। লাঙ্গল মার্কার প্রার্থীর পক্ষে সমর্থক হুমায়ুন কবির ও ঈগল মার্কার প্রার্থীর পক্ষে প্রার্থীর ভাতিজা আবু ইউসুফ স্বপন জরিমানা পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরী। এ সময় সোনাগাজী মডেল থানার একটি চৌকষ টিম প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।
মন্তব্য করুন