কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:১১ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দিন : প্রধানমন্ত্রী

রংপুরে নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
রংপুরে নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কাই জীবনমান উন্নত করেছে। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আরেক বার আপনাদের সেবা করার সুযোগ দেবেন। রংপুরের তারাগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কলেজ মাঠে আয়োজিত সভায় যোগ দেন তিনি। প্রধানমন্ত্রীর আগমণ ঘিরে সকাল থেকে মানুষের ঢল নামে। বিভিন্ন স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থলসহ আশপাশের সড়ক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিনামূল্যে ও প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, বিনা পয়সায় বই পাচ্ছেন। আমাদের সিদ্ধান্ত ছিল মুজিব বর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না। যাদের ভূমি-গৃহ নেই তাদের বিনা পয়সায় ঘর নির্মাণ করে দিয়েছি। ৩৩টি জেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হয়েছে। তারাগঞ্জে এখনও কোনো গৃহহীন আছে কি না জানি না। থাকলে আপনাদের এমপি প্রার্থীকে জানাবেন। আমরা ইউনিয়ন পর্যায়ে খোঁজ নিয়ে ঘর নির্মাণ করে দিয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন কোনো মানুষ অবহেলিত থাকবে না। বীর মুক্তিযোদ্ধা, হিজড়া সম্প্রদায়, গৃহহীন-ভূমিহীন সব অসহায়ের খোঁজ নিয়ে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন, গৃহহীন থাকবে না। সে লক্ষ্যে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই আমরা সেবা দিচ্ছি। আপনারা নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। নৌকায় ভোট দিয়েছেন বলেই সড়ক উন্নত হয়েছে।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন, এই আমার প্রার্থী, ডিউক চৌধুরী সে জয়ের বয়সী, সে আমার ছেলের মতো। তাকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আপনারা তাকে নৌকা মার্কায় ভোট দেবেন। বদরগঞ্জের মানুষের জন্যও এই বার্তা এবং শুভেচ্ছা পাঠিয়ে দেবেন। তাকে ভোট দিয়ে জয় যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দেবেন। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। আপনাদের কাছে আমার আহ্বান, আমি বাবা-মা হারা নিস্ব। কিন্তু আপনারা ভালো থাকেন, আপনাদের ছেলেমেয়ে ভালো থাকুক, সুন্দর জীবন পাক এই আমার কাম্য।

এ আসনে (রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ) দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোট করছেন আহসানুল হক চৌধুরী ডিউক এবং স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আজ দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। জনসভা সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনী জনসভাকে ঘিরে প্রশাসনিকভাবে রয়েছে ব্যাপক তৎপরতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা শাখা ও নজরদারি বৃদ্ধি করেছেন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

জানা গেছে, তারাগঞ্জের নির্বাচনী জনসভা শেষে তিনি রংপুরের পীরগঞ্জে তার শ্বশুরবাড়ি যাবেন। সেখানে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। ইতিমধ্যে সমাবেশস্থলে কানায় কানায় লোক সমাগম হয়েছে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে সড়ক ও আশপাশের এলাকায় ভিড় করছেন সর্বস্তরের মানুষ। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উজ্জ্বীবিত আওয়ামী লীগে নেতাকর্মীরা। তারা সকাল থেকে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবাধিকার সুরক্ষায় কাজ করবে ‘ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন’ 

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের আরও ১৪ সদস্য গ্রেপ্তার

ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই : আমীর খসরু

উত্তরখান ও কেরানীগঞ্জে রাজউকের অভিযান 

ইয়েমেনের জব্দকৃত ইসরায়েলি জাহাজে মার্কিন বিমান হামলা

ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ চায় জেএসডি

এএসপি-এসআইর বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

শহীদ বাবার পাশেই সমাহিত হলেন লামিয়া

সংস্কারে সর্বোচ্চ ঐকমত্য তৈরির উদ্যোগ নিন : সাকি

অনলাইন জুয়া বন্ধে কী পদক্ষেপ, ৩ মাসের মধ্যে প্রতিবেদনের নির্দেশ

১০

চীনের প্রতিনিধির সঙ্গে জামায়াতের বৈঠক / রোহিঙ্গা সঙ্কট সমাধানে পৃথক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব

১১

পাকিস্তানের প্রতি সংহতি জানাল ভারতের একটি গোষ্ঠী

১২

প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় ‘জয়া আর শারমিন’

১৩

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করলেন ছাত্রদল নেতা

১৪

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাজনীতির বাইরে রাখতে চাই : ঢাবি উপাচার্য

১৫

আবারও নিষিদ্ধ হৃদয়

১৬

শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশু হত্যা, দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

১৭

সারা দেশে বৃষ্টি বাড়ার পূর্বাভাস

১৮

চট্টগ্রামে ইয়াবা মামলায় কাভার্ডভ্যান চালকের যাবজ্জীবন

১৯

ব্যাগসহ নারীকে গাড়ির সঙ্গে টেনে নিয়ে যায় ছিনতাইকারীরা

২০
X