কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:১১ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দিন : প্রধানমন্ত্রী

রংপুরে নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
রংপুরে নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কাই জীবনমান উন্নত করেছে। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আরেক বার আপনাদের সেবা করার সুযোগ দেবেন। রংপুরের তারাগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কলেজ মাঠে আয়োজিত সভায় যোগ দেন তিনি। প্রধানমন্ত্রীর আগমণ ঘিরে সকাল থেকে মানুষের ঢল নামে। বিভিন্ন স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থলসহ আশপাশের সড়ক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিনামূল্যে ও প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, বিনা পয়সায় বই পাচ্ছেন। আমাদের সিদ্ধান্ত ছিল মুজিব বর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না। যাদের ভূমি-গৃহ নেই তাদের বিনা পয়সায় ঘর নির্মাণ করে দিয়েছি। ৩৩টি জেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হয়েছে। তারাগঞ্জে এখনও কোনো গৃহহীন আছে কি না জানি না। থাকলে আপনাদের এমপি প্রার্থীকে জানাবেন। আমরা ইউনিয়ন পর্যায়ে খোঁজ নিয়ে ঘর নির্মাণ করে দিয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন কোনো মানুষ অবহেলিত থাকবে না। বীর মুক্তিযোদ্ধা, হিজড়া সম্প্রদায়, গৃহহীন-ভূমিহীন সব অসহায়ের খোঁজ নিয়ে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন, গৃহহীন থাকবে না। সে লক্ষ্যে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই আমরা সেবা দিচ্ছি। আপনারা নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। নৌকায় ভোট দিয়েছেন বলেই সড়ক উন্নত হয়েছে।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন, এই আমার প্রার্থী, ডিউক চৌধুরী সে জয়ের বয়সী, সে আমার ছেলের মতো। তাকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আপনারা তাকে নৌকা মার্কায় ভোট দেবেন। বদরগঞ্জের মানুষের জন্যও এই বার্তা এবং শুভেচ্ছা পাঠিয়ে দেবেন। তাকে ভোট দিয়ে জয় যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দেবেন। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। আপনাদের কাছে আমার আহ্বান, আমি বাবা-মা হারা নিস্ব। কিন্তু আপনারা ভালো থাকেন, আপনাদের ছেলেমেয়ে ভালো থাকুক, সুন্দর জীবন পাক এই আমার কাম্য।

এ আসনে (রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ) দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোট করছেন আহসানুল হক চৌধুরী ডিউক এবং স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আজ দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। জনসভা সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনী জনসভাকে ঘিরে প্রশাসনিকভাবে রয়েছে ব্যাপক তৎপরতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা শাখা ও নজরদারি বৃদ্ধি করেছেন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

জানা গেছে, তারাগঞ্জের নির্বাচনী জনসভা শেষে তিনি রংপুরের পীরগঞ্জে তার শ্বশুরবাড়ি যাবেন। সেখানে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। ইতিমধ্যে সমাবেশস্থলে কানায় কানায় লোক সমাগম হয়েছে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে সড়ক ও আশপাশের এলাকায় ভিড় করছেন সর্বস্তরের মানুষ। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উজ্জ্বীবিত আওয়ামী লীগে নেতাকর্মীরা। তারা সকাল থেকে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে যুবদলের সব কমিটি স্থগিত

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা

চীনের সঙ্গে চুক্তি নিয়ে কানাডাকে হুমকি দিল ট্রাম্প

দেশে ভূমিকম্প অনুভূত

ভারত থেকে দেশে ঢুকল ৮ ট্রাক বিস্ফোরক, নিরাপত্তা জোরদার

মিনিয়াপোলিসে গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার বৈধ : আলী রীয়াজ

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

১০

কুমিল্লায় তিনটি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

১১

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

১৩

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

১৪

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

১৫

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

১৬

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

১৭

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

১৮

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১৯

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

২০
X