বাংলাদেশের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমৃত্যু সততার সঙ্গে চলতে চাই ও দেশবাসীর সেবা করতে চাই। সেই সাথে ইমান আমল নিয়ে কালেমা পড়ে মরতে চাই।’
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে শেরপুরের নকলা উপজেলায় ব্যবসায়ীদের আয়োজনে এক জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় অতীতের সব ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমাও চান মতিয়া চৌধুরী।
তিনি আরও বলেন, আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকাকে আবার ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল মনসুরের সভাপতিত্বে নির্বাচনী আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।
মন্তব্য করুন