জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্র ও সমর্থকের বাড়িঘর ভাঙচুর

জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর। ছবি : কালবেলা
জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর। ছবি : কালবেলা

জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্র ও সমর্থকের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। এ সময় বাড়িতে থাকা নারী সমর্থকদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একাধিক নারী-পুরুষ জানান, কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে হঠাৎ করে ২০-২৫ জন দুর্বৃত্ত কেন্দ্রটি ভাঙচুর করে। একপর্যায়ে তারা প্রচার কেন্দ্রটিতে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা ওই প্রচার কেন্দ্রের পার্শ্ববর্তী মো. আলমের বাড়িতে জোরপূর্বক ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। মো. আলম প্রচার কেন্দ্রটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

ঈগলের প্রচার কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক মো. আলমের অভিযোগ করে বলেন, হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতরা বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের লোক। চেয়ারম্যানের হুকুমে এ ঘটনা ঘটানো হয়েছে।

বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, তিনি এসব ঘটনার কিছুই জানেন না।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসাইন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহ ও সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবির।

স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু রাতেই ঘটনাস্থলে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, শুরু থেকেই নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে চলছে। সাধারণ ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে তার জন্যই এসব ঘটনা ঘটানো হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।

এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসাইন জানান, প্রচারকেন্দ্র ও বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

ঢাকায় আসছেন জাকির নায়েক

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১০

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

১১

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

১২

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

১৩

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

১৪

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

১৫

বাবর আজমকে নিয়ে ধারাভাষ্যে রমিজ রাজার তির্যক মন্তব্য

১৬

‘সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে’

১৭

আন্দরকিল্লা মসজিদ আইকনিক করতে ব্যয় ৩০০ কোটি

১৮

মেসির চেয়েও ধনী শুধু দুইজন ক্রীড়াবিদ!

১৯

প্রবাসীর ছেলেকে দাদা-দাদির কবরের পাশে ঠাঁই দিল না চাচারা

২০
X