জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্র ও সমর্থকের বাড়িঘর ভাঙচুর

জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর। ছবি : কালবেলা
জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর। ছবি : কালবেলা

জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্র ও সমর্থকের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। এ সময় বাড়িতে থাকা নারী সমর্থকদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একাধিক নারী-পুরুষ জানান, কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে হঠাৎ করে ২০-২৫ জন দুর্বৃত্ত কেন্দ্রটি ভাঙচুর করে। একপর্যায়ে তারা প্রচার কেন্দ্রটিতে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা ওই প্রচার কেন্দ্রের পার্শ্ববর্তী মো. আলমের বাড়িতে জোরপূর্বক ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। মো. আলম প্রচার কেন্দ্রটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

ঈগলের প্রচার কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক মো. আলমের অভিযোগ করে বলেন, হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতরা বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের লোক। চেয়ারম্যানের হুকুমে এ ঘটনা ঘটানো হয়েছে।

বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, তিনি এসব ঘটনার কিছুই জানেন না।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসাইন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহ ও সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবির।

স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু রাতেই ঘটনাস্থলে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, শুরু থেকেই নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে চলছে। সাধারণ ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে তার জন্যই এসব ঘটনা ঘটানো হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।

এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসাইন জানান, প্রচারকেন্দ্র ও বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুনিয়া আফরিনের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি

কৃষক দলের সেক্রেটারি শহিদুলের কারামুক্তিতে বাধা নেই

বাড়বে ৯ নদীর পানি, ডুবতে পারে ৬ জেলার নিম্নাঞ্চল

৫১ বছর পর জানা গেল ছেলের হত্যাকারী বাবা, স্ত্রীও নিহত

ইসরায়েলি রাজনীতিকের ছবি গাজার যোদ্ধা বলে প্রচার, অতঃপর...

হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবনসহ ১৫ জনের কারাদণ্ড

সীমানা নির্ধারণে নিরপেক্ষভাবে কাজ করেছি : সিইসি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে সিইসির সামনেই হাতাহাতি 

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

১০

সরে দাঁড়াল জার্সি স্পন্সর, এশিয়া কাপের আগে বিপাকে ভারত

১১

হেড-গ্রিন-মার্শের ঝোড়ো শতকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১

১২

ডাকসু নির্বাচন: নেশামুক্ত হল গড়ার অঙ্গীকার আবু সাঈদের

১৩

সাঈদীর বিরুদ্ধে হাসিনা মিথ্যা সাক্ষী বানিয়েছিল: রিজভী

১৪

নিজেই বানিয়ে ফেলুন সানব্রাস্ট মিরর

১৫

জুলাই সনদের ব্যাপারে নির্বাচিত সরকারই আইন ও সংবিধান সংশোধন করবে : রিজভী

১৬

ফেসবুকে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি : নেতাকর্মীদের যে অনুরোধ করলেন রিজভী

১৭

বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান : এ্যানি

১৮

নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার অসীম

১৯

আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়ল সাইফের ‘গো বিয়ন্ড’

২০
X