শরিফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

ঘিওরে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য

ঘিওর পঞ্চরাস্তা মোড় এলাকায় অবস্থিত আদর্শ বেকারির ভেতরের দৃশ্য। ছবি : কালবেলা
ঘিওর পঞ্চরাস্তা মোড় এলাকায় অবস্থিত আদর্শ বেকারির ভেতরের দৃশ্য। ছবি : কালবেলা

মানিকগঞ্জের ঘিওরে নিয়মনীতির তোয়াক্কা না করে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য। নেই প্রশাসনের সঠিক নজরদারি। খাদ্য উৎপাদন ও সংরক্ষণেও রয়েছে চরম অব্যস্থাপনা।

এ ছাড়াও পণ্য রাখার ঘর যেমন অপরিষ্কার। পোকামাকড়েও ভরপুর। সর্বোপরি বেশিরভাগ প্রতিষ্ঠানের নেই বিএসটিআই, ফায়ার সার্ভিস, পরিবেশ, স্যানিটারি ও ট্রেডমার্ক ছাড়পত্র। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে নামে-বেনামে বিভিন্ন বেকারি। আর উৎপাদিত সেসব পণ্য প্রকাশ্যে বিক্রি হচ্ছে হাটবাজারসহ বিভিন্ন দোকানে। ফলে মানব স্বাস্থ্যের বিষয়টি এখন হুমকির মুখে পড়ছে।

ঘিওর পঞ্চরাস্তা মোড় এলাকায় অবস্থিত আদর্শ বেকারি ঘুরে দেখা যায়, পুরো কারখানাই ময়লা আবর্জনায় ভরা, জং ধরা ময়দার খামির মেশিন, কর্মচারীরা হাতে গ্লোভস ছাড়াই দুই হাতে ময়দা মাখছেন। জুতা পায়ে দিয়েই ঘুরে ঘুরে বিভিন্ন রকমের পণ্য সাজিয়ে রাখছেন। যত্রতত্র ইঁদুর ও তেলাপোকার বিষ্ঠা ছড়িয়ে থাকতেও দেখা যায়। খোলা পরিবেশে পণ্য তৈরির সময় ধুলাবালি পড়ছে। বেকারির ফ্লোর কাঁচা। এসব বেকারির পণ্যই বাহারি মোড়কে বাজারজাত করা হচ্ছে। কারখানায় তৈরি বিস্কুট, পাউরুটি, কেক, মিষ্টির মতো খাবার যাচ্ছে ভোক্তার হাতে।

এ ছাড়াও ঘিওর বাজার মসজিদের পাশে দিলবার চানাচুর, গোলাপনগর এলাকায় মায়ের দোয়া বেকারি, বড়টিয়া বাজার এলাকায় বিসমিল্লাহ বেকারি,পয়লা তেরশ্রী মায়ের দোয়া বেকারি, পদ্মা বেকারিতে গিয়ে একই অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখা গেছে। অধিকাংশ বেকারি মালিকের বিরুদ্ধে নিম্নমানের খাদ্যসামগ্রী উৎপাদন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পণ্য বাজারজাতের অভিযোগ রয়েছে।

আদর্শ বেকারির মালিক কফিল উদ্দিন উৎপাদিত পণ্য পুরোপুরি স্বাস্থ্যসম্মত না এটি স্বীকার করে তিনি বলেন, ‘দ্রব্যমূলের ঊর্ধ্বগতির ফলে এখন আর আগের মতো লাভ হয় না। কর্মচারীর মজুরি দিতেও কষ্ট হয়। আমরা বিএসটিআইয়ের অনুমোদনের জন্য আবেদন করেছি এখনো পাইনি। তবে দ্রুত পেয়ে যাব।

উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. মোয়াজ্জেম হোসেন বলেন, সরেজমিন দেখে ও ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, নিয়ম না মেনে যেসব কারখানায় খাদ্যপণ্য উৎপাদন করছে সেসব কারখানায় দ্রুত অভিযান পরিচালনা করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে বিজিবি মোতায়েন

‘নির্বাচিত হলে সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠা করব’

নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না : নাহিদ ইসলাম

টেংরাটিলা বিজয় : বাংলাদেশ ক্ষতিপূরণ পাচ্ছে ৫১৬ কোটি টাকা

কুবির ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা কাল, মানতে হবে যেসব নির্দেশনা

বিএনপির আরও ২০ নেতাকে বহিষ্কার 

আপনার অজান্তেই কোন কোন ব্যক্তিগত তথ্য হাতাচ্ছে গুগল? জানুন

রাকসুর সাবেক ৩ প্রার্থীকে যেসব পরামর্শ দিলেন তারেক রহমান

সংসদ নির্বাচন / প্রবাসীদের ভোটে নতুন নিয়ম ঘোষণা

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাস্তবায়নে চিঠি

১০

সংসদ নির্বাচন / প্রবাসীদের ভোটে নতুন নিয়ম ঘোষণা

১১

ইতালিতে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

১২

৯৮তম অস্কার অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বাংলাদেশি সাংবাদিক 

১৩

সত্যিকারের ‘দেশপ্রেমিক’ মোস্তাফিজ

১৪

ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞা

১৫

অপসংস্কৃতি বিবেকের দরজায় তালা লাগায় : কাদের গনি চৌধুরী

১৬

তাহাজ্জুদ পড়ে ব্যালট বাক্স পাহারা দিতে হবে : তারেক রহমান

১৭

৯৬ পদে লোক নেবে জুলাই স্মৃতি জাদুঘর, বিজ্ঞপ্তি প্রকাশ

১৮

আইসিসিবিতে বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্যাকেজিং ও প্রিন্টিং শিল্প মেলার দ্বিতীয় দিন আজ

১৯

পাকিস্তানকে নিয়ে বাজি ধরলেন ভারতের সাবেক এই অলরাউন্ডার

২০
X