দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকার ৪৩টি ইউনিয়নে কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে কোস্টগার্ড সদস্যদের নিজেদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় দেখা গেছে। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর ) বিকেলে সদর দপ্তর থেকে কোস্টগার্ড সদস্যদের দায়িত্ব ঝুঝিয়ে দেওয়াসহ সকল নির্দেশনা দেওয়া হয়।
খন্দকার মুনিফ তকি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে উপকূলীয় ৪৩টি ইউনিয়নে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। মোংলা পশুর নদী সংলগ্ন বানীশান্তা, দাকোব, বাজুয়া, লাউডোব এবং খুলনার তিলডাঙ্গা, পানখালী, কৈলাশগঞ্জ, সুতারখারী, কামারখালী ও কয়রার দক্ষিণ বেতকাশীসহ মোট ৪৩টি ইউনিয়নে দায়িত্ব পালন করবেন কোস্টগার্ড সদস্যরা।
মন্তব্য করুন