শেরপুরে ঐতিহ্যবাহী নবীনগরের পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে। শত বছর ধরে অনুষ্ঠিত হওয়া এ মেলায় এবারো রয়েছে ভিন্নতা। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের নবীনগর মহল্লার ফসলি জমির মাঠে বসে এ মেলা। কোনোরকম প্রচারণা ছাড়াই এবারো উপচেপড়া ভিড় ছিল মেলায়। কত বছর আগে এ মেলার প্রচলন হয়েছিল তা কেউ সঠিক করে বলতে না পারলেও প্রায় এক শত বছরের ওপরে বলে স্থানীয় বয়োবৃদ্ধ ও গ্রামবাসী মনে করেন। এবার শেরপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আসে প্রায় ২৫ জন ঘোড় সোয়াররা। অপরদিকে গাঙ্গি খেলা, মিউজিক্যাল চেয়ার ও সাইকেল রেসে অর্ধশত খেলোয়াড় অংশ নেয়।
মেলায় বিভিন্ন পিঠা, মিষ্টি, সাজ, মুখরোচক খাবারসহ বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন মজাদার খাবার বসে। এ ছাড়া শিশুদের বিভিন্ন ধরনের খেলনা, মাটির তৈরি বিভিন্ন আসবাবপত্র, মেয়েদের প্রসাধনী ও চুড়ি-মালার দোকান সাজিয়ে বসে দোকানিরা। বিক্রিও চলে বেশ। মেলায় গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি শহরের বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমায়। এদিকে মেলার আশপাশে স্থানীয় গ্রামবাসীর ঘরে ঘরে চলে পিঠা-পায়েস খাওয়ার উৎসব। এ উৎসবকে ঘিরে প্রতি বাড়িতেই দূর-দূরান্তের আত্মীয়রা ছুটে আসে। জেলার বাইরে অবস্থানরত নারী-পুরুষ মেলা উপলক্ষে শেরপুর চলে আসে। বিবাহিত মেয়েরা বাবার বাড়িতে নাইয়রি বা বেড়াতে আসে এ মেলা উপলক্ষে।
এবার মেলা পরিদর্শনে আসে শেরপুর-১ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। এ সময় তিনি মেলায় আগত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মন্তব্য করুন