বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, দেশের প্রতি আওয়ামী লীগের চেয়ে বেশি দরদ কারও নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করেছে, মানুষের কল্যাণ করেছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। নৌকা স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক। ৭ জানুয়ারি সারা দিন, নৌকা মার্কায় ভোট দিন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদকে বিজয়ী করার লক্ষ্যে পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে নওহাটা গরুর হাট সংলগ্ন মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিটন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে মানুষকে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় এনেছেন। বিভিন্ন ভাতা প্রদান করেছেন। আজ মানুষ তার প্রতিদান দিতে চায়। আজকে শীত উপেক্ষা করে হাজার হাজার নারী-পুরুষ সভায় এসেছেন। এটি প্রমাণ করে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি বৃথা যায়নি।’
তিনি আরও বলেন, যখন নির্বাচন আসে তখনই বিএনপি জামায়াত-নির্বাচনে অংশ নিতে চায় না। তারা জনগণের রায়ের মুখোমুখী হতে ভয় পায়, সে কারণে তারা নির্বাচনে অংশ নেয় না। তারা বলার মতো কোনো ইতিবাচক কাজ করেনি। বিধায় তারা নির্বাচনে না এসে নির্বাচনে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা বিদেশিদের কাছে বলতে চায়, ‘এই নির্বাচনে জনগণ অংশ নেয়নি, ভোট দিতে আসেনি, কাজেই এই নির্বাচনের রায় মেনে নেওয়া যায় না’। সেই কারণে তাদের মুখে ছাই দেওয়ার জন্য আজকের এই নির্বাচনী সভায় হাজার হাজার মানুষ এসেছেন। ৭ জানুয়ারি সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। ৭ জানুয়ারি কেউ ভোট প্রদানে বাধা দিতে আসলে তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করতে হবে।
নির্বাচনী সভার প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ। পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন।
মন্তব্য করুন