নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

হালতি বিলে পানি প্রবাহে বাধা, বোরো চাষ নিয়ে শঙ্কায় হাজারো কৃষক

হালতি বিলে বেড়ার বাঁধ দিয়ে সুঁতিজাল ফেলে অবৈধভাবে চলছে মাছ শিকার। ছবি : কালবেলা
হালতি বিলে বেড়ার বাঁধ দিয়ে সুঁতিজাল ফেলে অবৈধভাবে চলছে মাছ শিকার। ছবি : কালবেলা

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের সৃষ্ট বন্যার পানি নিষ্কাশনের পথে আড়াআড়িভাবে বাঁশ ও তালাইয়ের বেড়ার বাঁধ দিয়ে সুঁতিজাল ফেলে অবৈধভাবে মাছ করছে প্রভাবশালীরা। এতে বাঁধার মুখে পড়ছে হালতি বিলের পানি প্রবাহ। ফলে মৌসুমের শুরুতে সময়মত প্রায় ৬ হাজার হেক্টর জমির রবিশস্য ও বোরো ধান চাষ নিয়ে শঙ্কায় রয়েছেন এ বিলের হাজার হাজার কৃষক।

হালতি বিলের পার্শবতী উপজেলা সিংড়ার ত্রিরমোহনীর সোনাইডাঙ্গা খালে এ ধরনের অন্তত ৬টি সুঁতিজাল বসানো হয়েছে। এসব সুঁতিজাল স্থানীয় মৎস্য বিভাগ মাঝে মাধ্যে অভিযান চালিয়ে অপসারণ করলেও এসব অবৈধ পন্থায় মাছ শিকার বন্ধ না হওয়ায় বন্যার পানি দ্রুত নামছে না। বাঁশের বেড়ার বাঁধ দিয়ে বসানো এসব সুঁতিজাল স্থায়ীভাবে অপসারণ ও স্লুইচগেটের সবগুলো মুখ খুলে দেওয়ার দাবি কৃষকদের।

সরেজমিনে দেখা যায়, উপজেলার হালতি বিলের চারদিকে থৈ থৈ করছে বন্যার পানি এখনও চলছে ইঞ্জিনচালিত নৌকা। প্রতি বছর এই সময় বিলের পানি নেমে যায়। কিন্ত এবার রবিশস্য ও বোরো ধানের মৌসুম শুরু হলেও জমিগুলো থেকে বন্যার পানি না নামায় বোরো বীজতলা, সরিষা, পেঁয়াজসহ বিভিন্ন রবিশস্য চাষাবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন হাজার হাজার কৃষক।

কৃষকদের অভিযোগ, হালতি বিলের পার্শবর্তী উপজেলা সিংড়া এলাকার ত্রিরমোহনীর সোনাইডাঙ্গা খালে অন্তত ৬টি স্থানে বাঁশের বেড়ার বাঁধ দিয়ে সুঁতিজাল বসিয়ে অবৈধভাবে মাছ শিকার করছে স্থানীয় প্রভাবশালীরা। এসব সুঁতিজাল বসানোর কারণে চরম বাঁধার মুখে পড়েছে হালতি বিলের পানি প্রবাহ। এতে পানি নামার গতিপথ বন্ধ হয়ে বিলের পানি নামছে ধীরগতিতে। এইভাবে পানি নামলে আগামী ৩ মাসে বিলের পানি নামবে না বলে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

স্থানীয়রা এলাকাবাসী জামিল প্রামানিক ও রাসেল হোসেনসহ অনেকে জানান, এসব সুঁতিজাল স্থানীয় মৎস্য বিভাগ মাঝে মাধ্যে অভিযান চালিয়ে অপসারণ করলেও, মৎস্য কর্মকর্তারা চলে যাওয়ার পর আবার বাঁশের বাঁধ দিয়ে সুতিঁজাল পেতে মাছ শিকার শুরু করে।

এবার এখনও বিলের পানি নেমে না যাওয়ায় সরিষা, পেঁয়াজ, ভুট্রাসহ বিভিন্ন রবিশস্য চাষ করা শুরু করা সম্ভব হয়নি। হালতি বিলের বিভিন্ন স্থানসহ সিংড়ার ত্রিমোহনী খালে সুতিঁজাল বসিয়ে মাছ শিকার করায় বিলের পানি নামতে বিলম্ব হচ্ছে। এ কারণে হালতি বিলের একমাত্র ফসল বোরো ধান চাষের জন্য জমি প্রস্তত করার কাজ শুরু করতে পারেনি কৃষকরা।

সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, আমরা অবৈধ বাঁশের বেড়ার সুঁতিজালগুলো ৬ বার উচ্ছেদ করা হয়। পরে আবার সুঁতিজাল বসিয়ে মাছ শিকার করছে প্রভাবশালীরা। গত বৃস্পতিবার সিংড়ার হাঁফানিয়া সোনাইডাঙ্গা খালে বসানো সুঁতিজাল কেটে দেওয়া হয়। এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকতা সঞ্চয় কুমার সরকার বলেন, মৎস্য আইন বাস্তবায়নে অবৈধ জাল উচ্ছেদসহ বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন। মাঝে মাঝে অভিযান চালিয়ে অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, এ পরিস্থিতি উত্তরণে জেলা প্রশাসকের মাধ্যমে সিংড়া উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের মাধ্যমে অবৈধ সুঁতিজাল অপসারণ করার কাজ শুরু করেছে। গত বৃস্পতিবার একটি সুঁতিজাল কেটে দেওয়া হয়েছে। আমি নিজে গিয়ে পরিদর্শন করেছি। অচিরেই এ সংকটের সমাধান মিলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবপাচারকারী ফখরুলের পক্ষে সাফাই  / সাংবাদিকদের প্রশ্নের মুখে দ্রুত সভা শেষ করলেন আয়োজকরা

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে : ১২ দলীয় জোট

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

আদালতে পিবিআইর চার্জশিট, আত্মহত্যা করেছিলেন দুদকের পিপি নওরোজ

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

ফোবানা বৃত্তি পেলেন নূর নবীসহ জবির পাঁচ শিক্ষার্থী

১০

পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে প্রাণ গেল ট্রাকচালকের

১১

পুত্রসন্তানকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব

১২

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

১৩

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

১৪

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৫

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

১৬

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

১৭

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

১৮

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৯

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

২০
X