নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

হালতি বিলে পানি প্রবাহে বাধা, বোরো চাষ নিয়ে শঙ্কায় হাজারো কৃষক

হালতি বিলে বেড়ার বাঁধ দিয়ে সুঁতিজাল ফেলে অবৈধভাবে চলছে মাছ শিকার। ছবি : কালবেলা
হালতি বিলে বেড়ার বাঁধ দিয়ে সুঁতিজাল ফেলে অবৈধভাবে চলছে মাছ শিকার। ছবি : কালবেলা

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের সৃষ্ট বন্যার পানি নিষ্কাশনের পথে আড়াআড়িভাবে বাঁশ ও তালাইয়ের বেড়ার বাঁধ দিয়ে সুঁতিজাল ফেলে অবৈধভাবে মাছ করছে প্রভাবশালীরা। এতে বাঁধার মুখে পড়ছে হালতি বিলের পানি প্রবাহ। ফলে মৌসুমের শুরুতে সময়মত প্রায় ৬ হাজার হেক্টর জমির রবিশস্য ও বোরো ধান চাষ নিয়ে শঙ্কায় রয়েছেন এ বিলের হাজার হাজার কৃষক।

হালতি বিলের পার্শবতী উপজেলা সিংড়ার ত্রিরমোহনীর সোনাইডাঙ্গা খালে এ ধরনের অন্তত ৬টি সুঁতিজাল বসানো হয়েছে। এসব সুঁতিজাল স্থানীয় মৎস্য বিভাগ মাঝে মাধ্যে অভিযান চালিয়ে অপসারণ করলেও এসব অবৈধ পন্থায় মাছ শিকার বন্ধ না হওয়ায় বন্যার পানি দ্রুত নামছে না। বাঁশের বেড়ার বাঁধ দিয়ে বসানো এসব সুঁতিজাল স্থায়ীভাবে অপসারণ ও স্লুইচগেটের সবগুলো মুখ খুলে দেওয়ার দাবি কৃষকদের।

সরেজমিনে দেখা যায়, উপজেলার হালতি বিলের চারদিকে থৈ থৈ করছে বন্যার পানি এখনও চলছে ইঞ্জিনচালিত নৌকা। প্রতি বছর এই সময় বিলের পানি নেমে যায়। কিন্ত এবার রবিশস্য ও বোরো ধানের মৌসুম শুরু হলেও জমিগুলো থেকে বন্যার পানি না নামায় বোরো বীজতলা, সরিষা, পেঁয়াজসহ বিভিন্ন রবিশস্য চাষাবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন হাজার হাজার কৃষক।

কৃষকদের অভিযোগ, হালতি বিলের পার্শবর্তী উপজেলা সিংড়া এলাকার ত্রিরমোহনীর সোনাইডাঙ্গা খালে অন্তত ৬টি স্থানে বাঁশের বেড়ার বাঁধ দিয়ে সুঁতিজাল বসিয়ে অবৈধভাবে মাছ শিকার করছে স্থানীয় প্রভাবশালীরা। এসব সুঁতিজাল বসানোর কারণে চরম বাঁধার মুখে পড়েছে হালতি বিলের পানি প্রবাহ। এতে পানি নামার গতিপথ বন্ধ হয়ে বিলের পানি নামছে ধীরগতিতে। এইভাবে পানি নামলে আগামী ৩ মাসে বিলের পানি নামবে না বলে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

স্থানীয়রা এলাকাবাসী জামিল প্রামানিক ও রাসেল হোসেনসহ অনেকে জানান, এসব সুঁতিজাল স্থানীয় মৎস্য বিভাগ মাঝে মাধ্যে অভিযান চালিয়ে অপসারণ করলেও, মৎস্য কর্মকর্তারা চলে যাওয়ার পর আবার বাঁশের বাঁধ দিয়ে সুতিঁজাল পেতে মাছ শিকার শুরু করে।

এবার এখনও বিলের পানি নেমে না যাওয়ায় সরিষা, পেঁয়াজ, ভুট্রাসহ বিভিন্ন রবিশস্য চাষ করা শুরু করা সম্ভব হয়নি। হালতি বিলের বিভিন্ন স্থানসহ সিংড়ার ত্রিমোহনী খালে সুতিঁজাল বসিয়ে মাছ শিকার করায় বিলের পানি নামতে বিলম্ব হচ্ছে। এ কারণে হালতি বিলের একমাত্র ফসল বোরো ধান চাষের জন্য জমি প্রস্তত করার কাজ শুরু করতে পারেনি কৃষকরা।

সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, আমরা অবৈধ বাঁশের বেড়ার সুঁতিজালগুলো ৬ বার উচ্ছেদ করা হয়। পরে আবার সুঁতিজাল বসিয়ে মাছ শিকার করছে প্রভাবশালীরা। গত বৃস্পতিবার সিংড়ার হাঁফানিয়া সোনাইডাঙ্গা খালে বসানো সুঁতিজাল কেটে দেওয়া হয়। এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকতা সঞ্চয় কুমার সরকার বলেন, মৎস্য আইন বাস্তবায়নে অবৈধ জাল উচ্ছেদসহ বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন। মাঝে মাঝে অভিযান চালিয়ে অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, এ পরিস্থিতি উত্তরণে জেলা প্রশাসকের মাধ্যমে সিংড়া উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের মাধ্যমে অবৈধ সুঁতিজাল অপসারণ করার কাজ শুরু করেছে। গত বৃস্পতিবার একটি সুঁতিজাল কেটে দেওয়া হয়েছে। আমি নিজে গিয়ে পরিদর্শন করেছি। অচিরেই এ সংকটের সমাধান মিলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের গাজা পরিকল্পনা ও যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের বার্তা

অস্ট্রেলিয়া সিরিজের জন্য চমক রেখে ভারতীয় দল ঘোষণা

যশোরে এক দিনে কাঁচা মরিচ কেজিতে বাড়ল ১৭০ টাকা

গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পরই বোমা ফেলল ইসরায়েল

সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ

নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের উৎপত্তি হবে: সালাহউদ্দিন

ক্যারিবীয়দের উড়িয়ে তিন দিনেই ভারতের টেস্ট জয়

ডুবে যাওয়া জাহাজ থেকে মিলল ১২ কোটি টাকার সোনা-রুপার মুদ্রা

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল জামায়াত নেতার

নুরের দেশে আসার সময় জানালেন রাশেদ

১০

মোটরসাইকেল থেকে নামিয়ে তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

১১

১০ বছর পর রোববার দেশে ফিরছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক

১২

এমপি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা / ৬ দফা দাবিতে ২৪ দিনের কর্মসূচি খেলাফত মজলিসের

১৩

রোহিতকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল ভারত

১৪

স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, ঘরের বারান্দায় খোঁড়া হয়েছিল কবর

১৫

যে ৩ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মিলে

১৬

হরাইজন মডেল ইউনাইটেড নেশনস সেশন-১ : এক অনন্য সফলতা

১৭

ছেলে হত্যার বিচার ঠেকাতে ষড়যন্ত্রমূলক নতুন মামলা, ক্ষোভে শহীদ ছায়াদের পরিবার

১৮

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ মৃত্যু

১৯

সাধারণ যে ৬ ভুলের কারণে পারফিউমের ঘ্রাণ দ্রুত চলে যায়

২০
X