কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের পক্ষে পথসভায় বক্তব্য দিয়ে আলোচনায় আবু নাঈম মোহাম্মদ হেফাজ নামে এক স্কুল শিক্ষক। সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে তালিকভুক্তির পর প্রশিক্ষণ নিয়ে এ শিক্ষক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ট্রাক মার্কার ভোট চাওয়ার অভিযোগ উঠেছে।
গত ২৯ ডিসেম্বর অভিযুক্ত শিক্ষক কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের পক্ষে চকরিয়া বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের ট্রাক মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন।
অভিযুক্ত শিক্ষক নাঈম বদরখালী আল আজহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বক্তব্য প্রচার পাওয়ার পর চারদিকে সমালোচনার ঝড় ওঠে। এ অবস্থায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে নিতে গত ৩০ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। মঙ্গলবার (২ জানুয়ারি) সহকারী রিটার্নিং কার্যালয় লিখিত অভিযোগের আবেদনটি গ্রহণ করে।
কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন শিক্ষক নাইম। কিন্তু তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একজন প্রার্থীর পক্ষ হয়ে পথসভায় বক্তব্য ও ভোট চেয়ে বিধি ভঙ্গ করেছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া জরুরি। একই সঙ্গে তার শাস্তিও দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, আবেদনটি এখনো আমার কাছে আসেনি। তবে প্রশিক্ষণ নিলেও এখনো কাউকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। এ ছাড়া প্রশিক্ষণ নিলে যে কাউকে দায়িত্ব দেওয়া হবে এমন কোনো বিধিও নেই। যদি নিয়োগও দেওয়া হয় তবে প্রিসাইডিং অফিসার চাইলে তাকে যে কোনো সময় দায়িত্ব থেকে সরাতে পারেন।
মন্তব্য করুন