ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে দ্বিতীয়বারের মতো পরিত্যক্ত জায়গা থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জানুয়ারি) রাতে রাজাপুরের কন্দকপুর ৩নং ওয়ার্ডের আলতাফ ফরাজীর পুকুরপাড় থেকে দেশীয় তৈরি সচল পাইপগান জব্দ করেছে ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম।
পুলিশ জানায়, একটি লোহার দেশীয় তৈরি সচল পাইপগান উদ্ধার করা হয়েছে। পাইপগানটি লম্বায় ১৫ ইঞ্চি। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখে একই এলাকা থেকে কার্তুজসহ পরিত্যক্ত অবস্থায় আরও একটি ১২ বোরের আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।
মন্তব্য করুন