আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ঈগলের শোডাউনের সময় নারী লাঞ্ছিত, স্বর্ণের চেইন ছিনতাই

স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থনে শোডাউন চলাকালে নারীকে লাঞ্ছিতের ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ। ছবি : কালবেলা
স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থনে শোডাউন চলাকালে নারীকে লাঞ্ছিতের ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থনে শোডাউনের সময় গ্রামের ভেতরে বাড়িতে প্রবেশ করে এক নারীকে লাঞ্ছিত করে গলার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক সমর্থকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বদলপুর ইউনিয়নের কাটাখালীর বাজার সংলগ্ন (পাথারিয়াহাটিতে) এই ঘটনা ঘটে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তবে ওই সমর্থক অপরিচিত হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরীর নেতৃত্বে কাটাকালী বাজারসংলগ্ন পাতারিয়াহাটির সামনের ফুটবল খেলার মাঠে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের সমর্থকরা মিছিল বের করেন। ঘণ্টাব্যাপী এই মিছিলের এক ফাঁকে কয়েকজন সমর্থক পাতারিয়া গ্রামে প্রবেশ করেন। এ সময় গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়ির পেছন দিকে প্রবেশ করে তার স্ত্রীকে হেনস্তা করে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় গ্রামের দুই যুবক তাদের ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া কয়েকজন ওই দুই যুবককে বেধড়ক মারপিট করে।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘সামনের মাঠে ঈগলের সমর্থকরা মিছিল করছিল। আমি বাড়ির সামনের দরজা বন্ধ করো পেছনে কাজ করছিলাম। এ সময় একজন অপরিচিত যুবক হঠাৎ আমার পেছনে এসে আমাকে হেনস্তা করে আমার গলার চেইন নিয়ে পালায়। আমি তখন ভয়ে অজ্ঞান হয়ে পড়ি।’

প্রত্যক্ষদর্শী বিপ্রেশ দাস ও গোপেশ চন্দ্র দাস জানান, মিছিলের এক সময় দেখি গ্রামের দুই মহিলা দুজনকে ধাওয়া করছে। বিষয়টি জানার পর আমরাও তাদের ধাওয় করে মাঠে যাই। কিন্তু এ সময় তাদের সাথে থাকা অপর সমর্থকরা আমাদের মারপিট করে। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক শোডাউনকারীরা পিকআপ ও মোটরসাইকেল যোগে পাহাড়পুরের দিকে চলে যায়।

স্থানীয় ইউপি সদস্য অটল কুমার দাস বলেন, ‘আজকে যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। আমাদের মা বোনের ইজ্জতই যদি নিরাপদ না থাকে তবে আর কি বলব।

এ বিষয়ে জানতে একাধিকবার বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুসেজিৎ চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পর সরজমিনে আমরা কাউকে পাইনি। যদি উনারা অভিযোগ করেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইডস রোগীদের বাঁচাতে টিকা আনছে রাশিয়া

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

পরিচালক নয়, সভাপতি হয়েই বিসিবিতে ফিরতে চান তামিম

তিশাকে কোলে তুলতে গিয়ে হাত ভেঙেছিল: তৌসিফ মাহবুব

ডিআরইউতে লতিফ সিদ্দিকীসহ আ.লীগের নেতাকর্মী অবরুদ্ধ

আগারগাঁও মোড়ে শিক্ষার্থীদের ব্লকেড, যান চলাচল বন্ধ

আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহি আটক

১২ ফুট লম্বা অজগর বস্তায় করে বাড়িতে নিয়ে গেল যুবক

কত সম্পদের মালিক টেইলর-কেলসে?

৪ কারণে ভেঙে দুই ভাগ হয়েছিল চট্টগ্রামের সেতুটি

১০

পুলিশের পোশাকে থানায় গুরুদায়িত্বে বিড়াল!

১১

নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও দলকে জেতাতে পারলেন না সাকিব

১২

দলকে ফাইনালে তুলে যা বললেন মেসি

১৩

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

১৪

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইটপাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার

১৫

আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ

১৬

কেন নিজের ‘বিকিনি’ ছবির পোস্টার ছিঁড়ে ফেলেন শর্মিলা?

১৭

বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ প্রতিনিধি যোগ দিলেন ছাত্রদলে

১৮

ধীরে ধীরে খেলে কি সত্যি ওজন কমে?

১৯

চীন সফরে কিম-পুতিনসহ ২৬ রাষ্ট্রপ্রধান

২০
X