নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় শাহীন হোসেন (২৮) নামে ট্রাকচালক ও জসিম (২২) নামের চালকের সহকারী নিহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে নাটোর বনপাড়া মহাসড়কের কারবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক শাহিন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারইপাড়া এলাকার মৃত এলাহীর ছেলে এবং চালকের সহকারী জসিম একই জেলা এবং উপজেলার অচিন্তপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, আজ সকালে বালুভর্তি একটি ট্রাক নিয়ে শাহীন বনপাড়ার দিকে যাচ্ছিল। পথে সকাল সাড়ে ছয়টার দিকে আহমদপুর কারবালা এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনে দুমড়েমুচড়ে গিয়ে চালক শাহিন এবং সহকারী জসিম ঘটনাস্থলেই নিহত হয়।
মাসুদ রানা আরো জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে আসে। সেই সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকসহ চালককে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর মরদেহ হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন