নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলা, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া জেলার ম্যাপ। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়া জেলার ম্যাপ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাশরুক গ্রামের নিজ ভোটকেন্দ্রে সপরিবারে ভোট দিতে গিয়ে এ হামলার স্বীকার হন তিনি।

সরেজমিনে গিয়ে জানা যায়, দুপুরের ভোট দিয়ে কেন্দ্র থেকে ফেরার পথে একই গ্রামের মতিউর রহমানের ছেলে শওকত আলী তার দলবলসহ অতর্কিত হামলা করে। এতে ভাইস চেয়ারম্যান সাদেক গুরুতর আহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। পরে আহত অবস্থায় ভাইস চেয়ারম্যানকে উদ্ধার করে নবীনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন জানান, সাদেক একজন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। তার ওপর সন্ত্রাসী শওকত বাহিনীর হামলা তীব্র নিন্দা জানাই। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে আহত নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক জানান, প্রথমে ভোট কেন্দ্রে লাইন নিয়ে শওকত আলীর লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হওয়ার হয়। পরে আমি ভোট দিয়ে ফেরার পথে শওকত আলী ও বাশারের দলবল কিছু বোঝে ওঠার আগে আমার ওপর এলোপাতাড়িভাবে হামলা করে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করি।

হামলার বিষয় শওকত আলী অস্বীকার করে জানান, আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। এখানে ভোটকেন্দ্রে লাইভ দেওয়া নিয়ে ভাইস চেয়ারম্যান ও কিছু লোকের মধ্যে কথাকাটাকাটি হয়েছে।

নবীনগর উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান, চিকিৎসার জন্য ভাইস চেয়ারম্যানকে হাসপাতালে নিয়ে আসা হলে আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে নবীনগর থানার ওসি মাহবুব আলম বিকেলে বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করা হয়। জানা গেছে সাদেক চেয়ারম্যানের ওপর পূর্বের নানা কর্মকাণ্ডে প্রচণ্ড ক্ষুব্ধ থাকা এলাকার কিছু বিক্ষুব্ধ লোকজন মূলত এ হামলা করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

পুকুরে মিলল রুপালি ইলিশ

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকে বহিষ্কার

নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে আ.লীগের নেতারা

মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে সাহায্য করতে পারে যে ১১ অভ্যাস

১০

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা বদলে যাবে, যা যুক্ত হবে

১১

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের আপিল শুনানি আজ

১২

জলবায়ু সংস্থাগুলো থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন?

১৩

বাবাকে নিয়ে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট

১৪

মধুসূদনের মেঘনাদবধ কাব্য থেকে শিক্ষা

১৫

১০ বছর ধরে ‘বোমার’ ওপর ধোয়া হচ্ছিল কাপড়

১৬

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে আহত ৩ পুলিশ

১৭

ডাকসু নিয়ে জামায়াত নেতার অশালীন বক্তব্যে ঢাবির নিন্দা ও প্রতিবাদ

১৮

প্রতিবার ঘরের মেঝে মোছার পরও কীভাবে ধরে রাখবেন সুগন্ধ

১৯

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

২০
X