গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ১৫

ভাঙচুরকৃত বাড়ি। ছবি : কালবেলা
ভাঙচুরকৃত বাড়ি। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় দ্বাদশ সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় ১৫ জন আহত হয়েছে। এ সময় ১০টি বাড়িঘর ভাঙচুর, লুট ও নারীসহ ৭ জনকে কুপিয়ে আহত করার খবর পাওয়া গেছে।

সোমবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহত উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, ৪০-৫০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে তাদের ১০টি বাড়িঘরে ভাঙচুর চালায় এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় আহতরা হলেন- ফারুক হোসেন (৩৮), আব্দুর রশিদ (৫৫), জয়া (১৫), জেরিন (২৪), ইয়াফি (১৫), নুরুল ইসলাম (৭০), সাহিদা আক্তার (৪৫)।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩টা রামদা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. রাজিব খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মুন্সীগঞ্জ সদর উপজেলায় চরমুক্তারপুরে পরাজিত প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলায় অন্তঃসত্ত্বাসহ আহত হয়েছেন ৫ জন।

সোমবার (৮ জানুয়ারি) সকালের দিকে সদর উপজেলায় চর মুক্তারপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ করেছেন হামলার শিকার নৌকার সমর্থক শাকিল।

আহতরা হলেন- অন্তঃসত্ত্বা রিয়া আক্তার (৩০), মো. শামীম (৩২), ইমু আক্তার (১৮), ইয়ানা (১৩), হোসনে আরা (৩২) ও অভিযোগকারী শাকিল (৩০)। এদের মধ্যে রিয়া আক্তারকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পরেরদিন সকালে ফয়সাল ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে শাকিলদের বাড়িতে হামলা চালান। ভাঙচুর থামাতে গেলে অন্তঃসত্ত্বা রিয়া আক্তারসহ পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই উপজেলায় মুন্সীগঞ্জ জেলা সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট গুহেরকান্দি গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হচ্ছে- সম্রাট, লিপু ও শামিম।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা ঘটেছে বলে শুনেছি। অভিযোগ দায়ের করলে তদন্তসাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

বিশ্লেষণ / ভেনেজুয়েলা এখন কার হাতে, কীভাবে চলছে

মহেশপুর সীমান্তে এক দশকে ৩৬ বাংলাদেশি নিহত  

স্কুল থেকে শিক্ষিকার ছেলে নিখোঁজ

দাম্পত্য জীবনে ইতি টানলেন জয়জিৎ-শ্রেয়া

‘ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়’, মাদুরো সমর্থকদের বিক্ষোভ

ঢাবি শিবিরের নতুন কমিটি

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আটকে পড়লেন ডিক্যাপ্রিও

১০

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক : সিইসি

১১

চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে 

১২

ব্যায়ামের জন্য কখন ইলেকট্রোলাইট দরকার, কখন নয়

১৩

বিদেশি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন এই টাইগার ক্রিকেটার

১৪

গণঅভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত

১৫

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশকের আশঙ্কা

১৬

স্কুলের গাছ কাটা নিয়ে আড়াই ঘণ্টা সংঘর্ষ, আহত ২০

১৭

শীতে হাত-পা ঠান্ডা হওয়া কি চিন্তার কারণ

১৮

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল

১৯

একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

২০
X