আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের পরিত্যক্ত ময়লার ভাগাড় হয়ে উঠল ফুলবাগান

ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ফুল বাগান। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ফুল বাগান। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের প্রধান ফটক দিয়ে প্রবেশ করার সময় চোখে পড়বে বাহারি ফুলবাগান। এতে ফুটে আছে বিভিন্ন জাতের গাঁদা, হাসনাহেনা, গোলাপ, সালভিয়া, এলোভেরা, বেলি, পাতাবাহার ও বাগানবিলাসসহ নানা ধরনের ফুল। ফলে হাসপাতালের পরিবেশ হয়ে উঠেছে মনোহর। অথচ এক সময় স্থানটি পরিত্যক্ত ছিল। আগত সেবাপ্রার্থীদের অসচেতনতায় নোংরা হয়ে থাকত। ফেলা হতো ময়লা-আবর্জনা। এ জায়গায় ফুলবাগান করে প্রশংসিত হয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।

সরেজমিন দেখা গেছে, অসুস্থ রোগীরাও এসব ফুলের সৌন্দর্যে অভিভূত হচ্ছে। ফুলবাগান দেখছে রোগীদের সঙ্গে আসা স্বজনরা। এ ছাড়া হাসপাতালের অন্যান্য পতিত জমি ও আঙিনায় করা হয়েছে নানা ধরনের শীতকালীন সবজির আবাদ। এতে পুরো হাসপাতাল হয়ে উঠেছে সবুজময়।

জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আপামর জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল ৫০ শয্যাবিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিনই নানা অসুখ-বিসুখ নিয়ে চিকিৎসাসেবা নিতে আসেন প্রায় দুই থেকে ৩০০ রোগী। বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে রয়েছেন ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন। তিনি এ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই পাল্টে যেতে শুরু করে হাসপাতালের অবকাঠামো উন্নয়নসহ হাসপাতালের বাহ্যিক চিত্র।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন কালবেলাকে বলেন, হাসপাতালে নানা রোগে আক্রান্ত হয়ে রোগীরা আসেন চিকিৎসাসেবা নিতে। এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবার মান বাড়াতে আমি যোগদানের পর থেকে নানা পদক্ষেপ গ্রহণ করে আসছি।

তিনি বলেন, খেয়াল করে দেখেছি রোগীরা হাসপাতালের পরিত্যক্ত জায়গায় ময়লা-আবর্জনা ফেলছে। এতে এসব ময়লা-আবর্জনা হাসপাতালের পরিবেশকে দূষিত করে তুলছে। তাই আমি কমপ্লেক্সের পরিত্যক্ত জায়গায় ও ভবনের আঙিনায় সবজি আবাদ ও ফুলের বাগান করেছি। এতে করে হাসপাতালের পরিবেশ হয়ে উঠেছে সবুজ শ্যামল ও নানা রকম ফুলের সৌন্দর্যে সৌন্দর্যময়। এতে করে হাসপাতালে চিকিৎসাধীন ও চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমি মনে করি প্রকৃতিই মানুষের পরম বন্ধু ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

১০

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১১

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

১২

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১৩

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১৪

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১৫

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১৬

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১৭

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১৮

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১৯

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

২০
X