মোখলেছুর রহমান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

হলুদ ফুলে অপরূপ সাজে দুধকুমার নদের চরাঞ্চল

দুধকুমার নদে শুকনো মৌসুমে জেগে ওঠে বিস্তীর্ণ চরে সরিষা চাষ। ছবি : কালবেলা
দুধকুমার নদে শুকনো মৌসুমে জেগে ওঠে বিস্তীর্ণ চরে সরিষা চাষ। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে শুকনো মৌসুমে জেগে ওঠে বিস্তীর্ণ চর। এই বালুময় চরাঞ্চলে চাষাবাদ হয় সবজিসহ বিভিন্ন ফসল। এ বছর চরের অধিকাংশ জমিতে সরিষা চাষ করেছেন চাষিরা। উপজেলার অন‍্যান‍্য জমির পাশাপাশি সরিষার হলুদ ফুলে অপরূপ সাজে সেজেছে দুধকুমার নদের চরাঞ্চল। হেমন্তের সকালে সোনালি রোদের উষ্ণতায় মৌমাছিরা মধু আহরণ করতে ব‍্যস্ত। মধু আহরণে আসা মৌমাছির গুনগুন শব্দে মুখরিত সরিষা ক্ষেত।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে ৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার চাষ হয়েছে এবার। বারী ১৪, ১৭, ১৮ ও বিনা ৮, ৯ ও ১১ জাতের সরিষা চাষ করেছেন চাষিরা।

এ বছর বন্যায় ও উজান থেকে স্রোতে ভেসে আসা পলিমাটির আবরণ পড়ে উর্বর আবাদি জমিতে পরিণত হয়েছে দুধকুমার নদের বুকে জেগে ওঠা চর। সেখানে বিভিন্ন ফসল ফলিয়ে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা করছে নদীভাঙা জনপদ। সরিষাসহ শীতকালীন বিভিন্ন সবজি চাষ করে পরিবারে চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন তারা।

সরেজমিনে উপজেলার পাইকেরছড়া, গছিডাঙ্গা, কালীহাট, পাইকডাঙ্গা, চর উত্তর তিলাই, দক্ষিণ ছাট গোপালপুরের বইজার চর, চর বারুইটারী ও চর বলদিয়ার দুধকুমার নদীর তীরবর্তী এলাকায় গিয়ে দেখা যায়, যতদূর চোখ যায় কেবলই হলুদ আর সবুজের সমারোহ। শত শত হেক্টর জমিতে সরিষার পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়েছে।

উপজেলা কৃষি অফিস জানান, সরিষা খুবই লাভজনক ফসল। অতি অল্প সময়ে, অল্প পুঁজিতে কৃষকরা লাভবান হন। তাই অধিকাংশ কৃষক এখন সরিষা চাষের দিকে ঝুঁকছেন। আমন ও বোরো চাষের মধ‍্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষ করছেন চাষিরা। ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে ফলন ঘরে তোলা যায়। তাই সরিষা চাষের দিকে ঝুঁকছে কৃষকরা।

পাইকের ছড়া চর এলাকার সরিষা চাষি হামিদ ও জয়ফুল জানান, তারা দুধকুমার নদীতে জেগে ওঠা চরে সরিষা চাষ করেছেন। তারা আশা করছেন খুব ভালো ফলন হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, সরিষা মূলত একটি মসলা জাতীয় ফসল। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনায় সার ও বীজ সঠিক সময়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনসালট্যান্ট পদে চাকরি দেবে এসএমসি, নেই বয়সসীমা

বিশ্বকাপ বয়কট করলেই নিষিদ্ধ হবে পাকিস্তান, আইসিসির হুমকি

সমালোচনা আর দোষারোপে মানুষের পেট ভরবে না : তারেক রহমান

‘আলফা এ আই’- এর ঘরে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক

প্যারোল কী? বন্দিরা কখন ও কীভাবে প্যারোল পান

গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

গণপিটুনিতে রুপলাল-প্রদীপ হত্যাকাণ্ড, প্রধান আসামি গ্রেপ্তার

৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন : তারেক রহমান

১০

‘সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না’

১১

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে যত

১২

প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চাই : হাবিব

১৩

সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’

১৪

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

১৫

বয়সের সঙ্গে বদলায় শরীরের পুষ্টির চাহিদা

১৬

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

১৭

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

১৮

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

১৯

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

২০
X