মোখলেছুর রহমান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

হলুদ ফুলে অপরূপ সাজে দুধকুমার নদের চরাঞ্চল

দুধকুমার নদে শুকনো মৌসুমে জেগে ওঠে বিস্তীর্ণ চরে সরিষা চাষ। ছবি : কালবেলা
দুধকুমার নদে শুকনো মৌসুমে জেগে ওঠে বিস্তীর্ণ চরে সরিষা চাষ। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে শুকনো মৌসুমে জেগে ওঠে বিস্তীর্ণ চর। এই বালুময় চরাঞ্চলে চাষাবাদ হয় সবজিসহ বিভিন্ন ফসল। এ বছর চরের অধিকাংশ জমিতে সরিষা চাষ করেছেন চাষিরা। উপজেলার অন‍্যান‍্য জমির পাশাপাশি সরিষার হলুদ ফুলে অপরূপ সাজে সেজেছে দুধকুমার নদের চরাঞ্চল। হেমন্তের সকালে সোনালি রোদের উষ্ণতায় মৌমাছিরা মধু আহরণ করতে ব‍্যস্ত। মধু আহরণে আসা মৌমাছির গুনগুন শব্দে মুখরিত সরিষা ক্ষেত।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে ৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার চাষ হয়েছে এবার। বারী ১৪, ১৭, ১৮ ও বিনা ৮, ৯ ও ১১ জাতের সরিষা চাষ করেছেন চাষিরা।

এ বছর বন্যায় ও উজান থেকে স্রোতে ভেসে আসা পলিমাটির আবরণ পড়ে উর্বর আবাদি জমিতে পরিণত হয়েছে দুধকুমার নদের বুকে জেগে ওঠা চর। সেখানে বিভিন্ন ফসল ফলিয়ে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা করছে নদীভাঙা জনপদ। সরিষাসহ শীতকালীন বিভিন্ন সবজি চাষ করে পরিবারে চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন তারা।

সরেজমিনে উপজেলার পাইকেরছড়া, গছিডাঙ্গা, কালীহাট, পাইকডাঙ্গা, চর উত্তর তিলাই, দক্ষিণ ছাট গোপালপুরের বইজার চর, চর বারুইটারী ও চর বলদিয়ার দুধকুমার নদীর তীরবর্তী এলাকায় গিয়ে দেখা যায়, যতদূর চোখ যায় কেবলই হলুদ আর সবুজের সমারোহ। শত শত হেক্টর জমিতে সরিষার পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়েছে।

উপজেলা কৃষি অফিস জানান, সরিষা খুবই লাভজনক ফসল। অতি অল্প সময়ে, অল্প পুঁজিতে কৃষকরা লাভবান হন। তাই অধিকাংশ কৃষক এখন সরিষা চাষের দিকে ঝুঁকছেন। আমন ও বোরো চাষের মধ‍্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষ করছেন চাষিরা। ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে ফলন ঘরে তোলা যায়। তাই সরিষা চাষের দিকে ঝুঁকছে কৃষকরা।

পাইকের ছড়া চর এলাকার সরিষা চাষি হামিদ ও জয়ফুল জানান, তারা দুধকুমার নদীতে জেগে ওঠা চরে সরিষা চাষ করেছেন। তারা আশা করছেন খুব ভালো ফলন হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, সরিষা মূলত একটি মসলা জাতীয় ফসল। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনায় সার ও বীজ সঠিক সময়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহুল গান্ধীকে চুমু যুবকের, অতঃপর...

৩৮ বছর পুরোনো যে রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ান স্পিনার

জুলাই যোদ্ধা ফারুকের গাল থেকে গুলি অপসারণ

ক্যানসারের চতুর্থ পর্যায়ে অভিনেত্রী তন্নিষ্ঠা

পানি পানে এই ৪ ভুল করছেন? হতে পারে ভয়াবহ বিপদ

রাবিতে নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে বিক্ষোভ

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত দুই

মানুষ যত্রতত্র মলমূত্র ত্যাগ করে, অথচ কুকুরদের খাওয়ালেই যত দোষ: শ্রীলেখা

টানা ৬ ঘণ্টা ধরে জবি ভিসি ট্রেজারার প্রক্টরসহ কর্মকর্তারা অবরুদ্ধ 

১০

৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান

১১

সাতক্ষীরায় প্রথমবারের মতো মেরুদণ্ডের জটিল অপারেশন সম্পন্ন

১২

ফজলুর রহমানকে নিয়ে ছাত্রশিবিরের বিবৃতি, বিএনপির প্রতি আহ্বান

১৩

মিয়ানমারে ঐতিহাসিক রেলসেতু ভেঙে দিল বিদ্রোহীরা

১৪

রিল বানাতে গিয়ে স্রোতে ভেসে গেলেন ইউটিউবার

১৫

দেশজুড়ে টানা বৃষ্টি আর কদিন চলবে, জানাল আবহাওয়া অফিস

১৬

নেপালকে হারিয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশের মেয়েরা

১৭

ফ্যামিলি মেডিসিনের পথপ্রদর্শক প্রাভা হেলথের ৮ বছর পূর্তি উদযাপন

১৮

কক্সবাজারে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২

১৯

কেজিএফ নয়, আয়ের রেকর্ড তৈরি করেছিল অন্য এক সিনেমা

২০
X