নওগাঁয় র্যাবের বিশেষ অভিযানে সুভাষ কুজুর (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় বদলগাছী উপজেলার মাহমুদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সুভাষ কুজুর ওই গ্রামের বারতু কুজুর ছেলে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত সুভাষ কুজুর এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন। সে জন্য গত কয়েক দিন ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে র্যাব-৫ এর গোয়েন্দা দল।
একপর্যায়ে সুভাষ কুজু গাঁজা বহন করে এলাকায় ক্রয়-বিক্রয় করার খবর পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে সুভাষ কুজুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
পরে আসামিকে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
মন্তব্য করুন