জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ সুরক্ষা নিশ্চিতসহ সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে শতাধিক তরুণ-তরুণী শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।
এডুকোর কারিগড়ি সহযোগিতায় এনএসএস (নজরুল স্মৃতি সংসদ) এমপাওয়ার প্রকল্পের আওতায় তরুণদের সংগঠিত করে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কুয়াকাটা সমুদ্র সৈকতকে একটি পরিচ্ছন্ন বিনোদনকেন্দ্রে পরিণত করার স্লোগান নিয়ে শতাধিক তরুণ-তরুণী নিজস্ব ব্যবস্থাপনায় দিনব্যাপী এই পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের আয়োজন করে।
ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন কুয়াকাটা সমুদ্র সৈকতের ট্যুরিস্ট পুলিশ ওসি মো. হাসনাইন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব, সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীও এনএসএসের কর্মকর্তারা। সৈকতে বেড়াতে আসা মানুষকে সচেতন করার জন্য অন্য কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, সমুদ্র সৈকতে পড়ে থাকা প্লাস্টিক ও পলিথিনজাতীয় ময়লা-আবর্জনা পরিস্কার করা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মন্তব্য করুন