চট্টগ্রামের লালদিঘী পাড়ের ঐতিহ্যাবাহী বলীখেলা এবার আয়োজিত হতে যাচ্ছে ফটিকছড়িতে। প্রতিবছর লালদিঘীর বৈশাখী মেলায় এ বলীখেলা আয়োজন হলেও এবার ফটিকছড়ির পৌষ মেলার আয়োজনে এ বলীখেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। পাশাপাশি পৌষ মেলায় থাকছে সাইকেল র্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প, কবি গানসহ নানা আয়োজন। শনিবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
আয়োজকরা জানান, ফটিকছড়ির তৌহিদুল আনোয়ার হাই স্কুলের উদ্যোগে এ পৌষ মেলার আয়োজন করা হচ্ছে। যেখানে পৃষ্ঠপোষকতায় শামসুল আনোয়ার ফাউন্ডেশন। আগামী ১৫ জানুয়ারি মেলার উদ্বোধন হবে। ১৬ জানুয়ারি সাইকেল র্যালি, ১৭ জানুয়ারি ফ্রি মেডিকেল ক্যাম্প, ১৮ জানুয়ারি বলীখেলা অনুষ্ঠিত হবে।
তৌহিদুল আনোয়ার হাইস্কুল পরিচালনা কমিটি ও আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুজাউদ্দীন জাফর বলেন, মূলত সংস্কৃতি কর্মকাণ্ড এবং বলীর খেলা গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। পাশাপাশি সাম্প্রদায়িকতা, বাল্যবিবাহ রোধ, মাদক-মোবাইল আসক্তি রোধসহ নানা সামাজিক ব্যাধির বিরুদ্ধে এ কার্যক্রম নেওয়া হয়েছে।
মন্তব্য করুন