নীলফামারীর ডিমলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। তাদের উদ্যোগে পালন করা হয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।
শনিবার (১৩ জানুয়ারি) ডিমলা উচ্চ বিদ্যালয় চত্বরে কম্বল বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
এ সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন গোলাম সবুর-পিপিএম (সেবা) পুলিশ সুপার নীলফামারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজুল ইসলাম-পিপিএম (বার) অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বিআরপিওডব্লিউএ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি দেবাশীষ কুমার রায় ডিমলা থানা, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, লুৎফর রহমান প্রধান শিক্ষক ডিমলা উচ্চ বিদ্যালয়, প্রেস ক্লাব ডিমলার সাধারণ সম্পাদক রুবেল পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৫০০ জন অসহায় শীতার্ত মানুষকে কম্বল উপহার দেওয়া হয়।
মন্তব্য করুন