নারায়ণগঞ্জ কারাগারে হত্যা মামলার কারাবন্দি এক আসামির মৃত্যু হয়েছে।
জেল কর্তৃপক্ষ বলছে, ‘অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।’
শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে তিনি মারা যান। মৃত ব্যক্তির নাম কালা চান। তিনি ফতুল্লা থানা এলাকায় ২০০৬ সালের একটি হত্যা মামলার আসামি ও আজমত উল্লাহর ছেলে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, ২০০৬ সালে ফতুল্লা থানায় একটি হত্যা মামলার আসামি কালা চান ২০২২ সাল থেকে কারাগারে ছিলেন। বিচারাধীন মামলার আসামি কালা চান শনিবার দুপুর ১টায় বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ১টা ৭ মিনিটে তাকে হাসপাতালে পাঠাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১টা ৪০ মিনিটে মারা যান তিনি।
মন্তব্য করুন