সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ১১:৫৭ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

কালভার্টের মুখ বন্ধ করায় পানি সংকটের শঙ্কায় কৃষকরা

জামালপুরে সরিষাবাড়ীতে পুকুর কেটে এভাবেই কালভার্টের মুখ বন্ধ থাকতে দেখা যায়। ছবি : কালবেলা
জামালপুরে সরিষাবাড়ীতে পুকুর কেটে এভাবেই কালভার্টের মুখ বন্ধ থাকতে দেখা যায়। ছবি : কালবেলা

জামালপুরে সরিষাবাড়ীতে কালভার্টের মুখ বন্ধ করায় প্রায় ৩০০ হেক্টর আবাদি জমি আগামী মৌসুমে এক পাশে জলাবদ্ধতা আরেকপাশে পানি সংকটে পড়বে বলে শঙ্কা করছেন কৃষকরা। তারা বলছেন, যদি সময় মতো চাষাবাদ না করতে পারেন, তাহলে কয়েক কোটি টাকার ফসল উৎপাদন হতে তারা বঞ্চিত হবেন।

কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে সোমবার (১৫ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনো উত্তর পাড়া এলাকায় এলজিইডির অর্থায়নে নির্মিত একটি বক্স কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে ফেলেছে ওই এলাকার নূরুল ইসলাম নামের এক ব্যক্তি। সে কালভার্টের মুখ বন্ধ করে সেখানে পুকুর খনন করেছে।

দেখা গেছে, ওই কালভার্টের দুই পাশে প্রায় ৩০০ হেক্টর আবাদি জমি রয়েছে। যে জমিগুলো আগামী বর্ষা মৌসুমে বন্যার পলিমাটি থেকে বঞ্চিত হবে এবং অতিমাত্রা বর্ষণের ফলে পানি নিষ্কাশনের রুদ্ধতায় জলবদ্ধতা সৃষ্টি হবে। এতে এলাকার কৃষকরা সময়মতো চাষাবাদ করতে পারবেন না বলে সংশয়ে অভিযোগ তুলেছেন।

পুকুর খননকারী আব্দুল হাকিমের ছেলে নূরুল ইসলাম বলেন, কালভার্টের সঙ্গে জমিটি আমাদের। আমরা এ জমিতে আমি পুকুর কাটছি এতে কার কী? আমাদের জমিতে আমরা যা ইচ্ছে তাই করতে পারি। জমিতে ফসলাদি ঠিকমতো হয় না। তাই আমি পুকুর বানাচ্ছি। আমি কালভার্টের মুখ বন্ধ করছি না। একপাশ দিয়ে খোলা রাখবো।

এদিকে এলাকার কৃষক আব্দুস সাত্তার জানান, এ ফসলের মাঠে প্রায় ৩০০ হতে ৪০০ একর জমি আছে। বর্ষাকালে এই জমিগুলোর সমস্ত পানি এই কালভার্ট দিয়ে নদীতে চলে যায় এবং বন্যার পানি এসেও জমিতে পলিমাটি পড়ে। এতে আমাদের ফসলি জমিগুলো আরো উর্বর হয় এবং ফসল ভালো হয়। যদি সে কালভার্টের মুখ বন্ধ করে পুকুর খনন করে, তাহলে আমরা আগামী মৌসুমে বৃষ্টির পানির জলাবদ্ধতার কারণে আর চাষাবাদ করতে পারব না। এতে আমরা একটি ফসল থেকে বঞ্চিত এবং ক্ষতিগ্রস্ত হব।

এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সরকারি অর্থায়নে নির্মিত কালভার্ট কেউ বন্ধ করে দিতে পারে না। আর ওই কালভার্টটি এলাকার কৃষি ও কৃষকদের সুবিধার্থে তৈরি করা হয়েছে। এটা যদি কেউ বন্ধ করার চেষ্টা করে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেব।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ কালবেলাকে বলেন, কালভার্টের মুখ বন্ধ করে দিলে পানি নিষ্কাশন রোধে জলবদ্ধতা সৃষ্টি হবে। এতে চাষাবাদে ব্যাঘাত হবে এবং কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে। এটি যিনি করছেন তিনি ভালো কাজ করেননি। আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে এর যথাযথ ব্যবস্থা নেব।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন কালবেলাকে বলেন, ফসলি জমিতে পুকুর খনন করা অপরাধ। এতে জমির শ্রেণি পরিবর্তন হয়। যদি কেউ জমির শ্রেণি পরিবর্তন করতে চায়। তাহলে তাকে জেলা প্রশাসক বরাবর আবেদন করে জমির শ্রেণি পরিবর্তন করতে হবে। তা না হলে সরকারি আইন উপেক্ষা করার অপরাধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে ভূমি নীতিমালায়।

তিনি আরো বলেন, কালভার্টের মুখ বন্ধ করে কেন পুকুর খনন করা হচ্ছে। এ বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংহাই সম্মেলনে শি, মোদি ও পুতিনের খোশগল্প, কী কথা হলো?

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ, সারা দেশে ভারী বৃষ্টির আভাস 

দ্বিতীয় ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ গেট চালু

সাত বীরশ্রেষ্ঠর প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭ দফা ইশতেহার ডাকসু প্রার্থীর

আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আ.লীগ আমলের লুটপাটের খেসারত দিচ্ছেন ৫ ব্যাংকের গ্রাহকরা

খালি পেটে দুধ চা খাচ্ছেন? জেনে নিন পুষ্টিবিদের সতর্কবার্তা

ইরানের হামলায় ১২ দিনে ধ্বংস হলো ইসরায়েলের ২১টি স্থাপনা

১০

ভারতে বসে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ

১১

দিল্লিতে হাসিনার বাড়ির পাশেই সিআরআইয়ের কার্যালয়, মিলল চাঞ্চল্যকর তথ্য

১২

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কী সমস্যা হয়? যা বলছেন চিকিৎসক

১৩

চার মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড, পিছিয়ে নেই রুপাও

১৪

বিএনপিকে শুভেচ্ছা জানালেন সারজিস

১৫

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ‘মধুর’ সমস্যা বাংলাদেশ দলে

১৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা

১৭

বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে: মির্জা ফখরুল 

১৮

টিকটকে এবার যেসব সুবিধা যোগ হলো

১৯

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

২০
X