সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ মো. কাওছার হোসেন (২১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র্যাব-১২ সদস্যরা।
সোমবার (১৫ জানুয়ারি) ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর পাকা রাস্তার উপর এ অভিযান চালানো হয়। আটক কাওছার হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মির্জানগর পশ্চিমপাড়া এলাকার মো. ইকবাল হোসেনের ছেলে।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেনের নির্দেশনায় সোমবার ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে গোলচত্বরে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় ১টি পিকআপে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক ব্যবসার সাথে জড়িত কাওছার হোসেনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক কাওছার বিভিন্ন জেলায় মাদক কেনাবেচা করে আসছিল। এ ঘটনায় মামলা দায়েরের পর আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন