কুষ্টিয়ার ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া হাইওয়েতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আবু হোসেন নামের একজন নিহত হয়েছেন।
সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বারমাইলের মিজান ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হোসেন ফকিরাবাদ গ্রামের মোকারমপুর ইউনিয়নের মো. মোতালেব হোসেনের ছেলে। তিনি গ্লোব ফার্মাসিটিক্যালসে চাকরি করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অজ্ঞাত ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক আবু হোসেন মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এখনো ঘাতক ট্রাককে শনাক্ত করা যায়নি।
ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘এটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ সেখানে যায়। ঘটনাস্থলেই একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাইওয়ে পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে। ট্রাকটি এখনো শনাক্ত করা যায়নি।’
মন্তব্য করুন