ভোলায় দেড় ঘণ্টার চেষ্টায় অরক্ষিত সেপটিক ট্যাংকের ভেতর আটকেপড়া একটি কুকুর উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (১৭ জানুয়ারি) রাতে শহরের যোগীরঘোষসংলগ্ন পৌর কাঠালির একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
ভোলা ফায়ার সার্ভিসের কর্মী মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, একটি কুকুর সেপটিক ট্যাংকে পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তারা রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আটকেপড়া কুকুরটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
এদিকে সেপটিক ট্যাংক থেকে কুকুর উদ্ধারের ঘটনায় ভিড় জমান উৎসুক জনতা। তারা ফায়ার সার্ভিস কর্মীদের এমন মানবিক কাজের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।
মন্তব্য করুন