ফেনীতে মাদকবিরোধী অভিযানে তিন মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার পুষ্প পুদম চাকমা ও মাশিয়াত আক্তার ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, ফেনী শহরের রেলওয়ে স্টেশন, বারাহিপুর, বিরিঞ্চি ও বারাহিপুর ভূঁইয়া বাড়ি সড়কসহ বিভিন্ন এলাকায় আলাদা অভিযান পরিচালনা করে তিনজনকে গাঁজাসহ আটক করা হয়। এ সময় তাৎক্ষণিক আদালত বসিয়ে গাঁজা সেবনের অপরাধে বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেওয়া হয়।
এ সময় হৃদয় সরকারকে (১৯) এক মাস, আবদুর রহমান (৬০) ও হাফেজ আহম্মদকে (৪৫) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন