

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক।
রোববার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, দাখিলকৃত হলফনামা এবং অন্যান্য নথিপত্র সঠিকভাবে যাচাই শেষে সঠিক পাওয়ায় উক্ত প্রার্থিতা বৈধ বলে বিবেচিত হয়েছে।
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, আলহামদুলিল্লাহ, আজ আমার সমস্ত কাগজপত্র যাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা বৈধ বলে ঘোষণা করেছেন। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন আমরা করে আসছি, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তার প্রতিফলন ঘটাতে চাই। ফেনীবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আশা করি, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফেনীবাসী তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারবেন।
মুজিবুর রহমান মঞ্জু গত ২৯ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ওই সময় তার প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া মনোনয়নপত্র জমা না দিয়ে মঞ্জুকে সমর্থন জানান। মজিবুর রহমান মঞ্জু বর্তমানে জামায়াত নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোটের অন্যতম শীর্ষ নেতা হিসেবে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবি পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মজিবুর রহমান মঞ্জুর গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের উত্তর শর্শদী গ্রামে।
মন্তব্য করুন