রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
দেবিদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় চলাচলের রাস্তা বন্ধে ২০ পরিবার অবরুদ্ধ

দেবিদ্বারের উজানিকান্দি গ্রামে চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ কর্মসূচিতে ভুক্তভোগীরা। ছবি : কালবেলা
দেবিদ্বারের উজানিকান্দি গ্রামে চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ কর্মসূচিতে ভুক্তভোগীরা। ছবি : কালবেলা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানিকান্দি গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করায় ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।

শুক্রবার (৭ জুলাই) সকালে উজানিকান্দি গ্রামে রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী পরিবারগুলোর নারী-পুরুষ ও শিশুসহ স্থানীয় এলাকাবাসী।

জোৎস্না বেগম ও সাজিয়া বেগম নামে দুই প্রতিবেশীর বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ পাওয়া গেছে। পুরোনো এ রাস্তাটি বন্ধ করায় পরিবারগুলো গত দুই মাস ধরে চলাচলে বিড়ম্বনায় পড়েছে।

মানববন্ধনে ভুক্তভোগী ও এলাকাবাসীরা জানান, গত ৩০ বছর ধরে তারা এ রাস্তা ব্যবহার করছেন। জোৎস্না ও সাজিয়া নামে দুই নারী ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীরের যোগসাজশে রাস্তা বন্ধ করে দিয়েছে। গত দুই মাস নারী-পুরুষ ও শিশুদের নিয়ে বাড়িতে অবরুদ্ধ হয়ে আছেন। চেয়ারম্যানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়েও এর কোনো সুরাহা হয়নি। আমরা বেড়ার টিন বাঁশ নাকি খুলে ফেলেছি, এ নিয়ে থানায়ও তারা অভিযোগ দিয়ে বাড়িতে পুলিশ এনেছে। বেড়ার ভেতরে আরও ৬টি পরিবার ছিল তারা বহিরাগত সন্ত্রাসী এনে তাদের ঘরবাড়ি ভাঙচুর করে উচ্ছেদ করে টিন ও বাঁশ দিয়ে বেড়া দিয়েছে। এখন তারাও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাবন করছে।

মানববন্ধনে ফিরোজা বেগম নামে এক বৃদ্ধা নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের গলা চেপে মেরে ফেলতে বলেন। আমরা গত দুই মাস ধরে বাড়ি থেকে বের হতে পারছি না। বাড়িতে কতক্ষণ বসে থাকব। এ শেষ বয়সে এসে রাস্তায় দাঁড়াতে হয়েছে। আমরা আর কিছু চাই না, শুধু বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটি খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। সরেজমিনে দেখা যায়, চলাচলের জন্য একটি মাটির রাস্তা আড়াআড়িভাবে নতুন টিন ও বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ২০ পরিবারের লোকজনের বাড়ি থেকে বের হওয়ার পুরো রাস্তাটি বন্ধ হয়ে গেছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় গত দুই মাস ধরে স্কুল-মাদ্রাসায় যেতে পারছে না বাড়ির ছাত্রছাত্রীরা। বেকায়দায় পড়ছেন বাড়ির অন্য সদস্যরাও।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের দুলাল মিয়া, ফয়েজ মিয়া, সোহাগ, শাহ জাহান মিয়া, ধনু মিয়া, ইলিয়াস হোসেন, রাসেল মিয়া, মোকবল মিয়া ও বৃদ্ধা ফিরোজা বেগম।

এ বিষয়ে অভিযুক্ত জোৎস্না বেগম মোবাইল ফোনে জানান বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি আমরা আমিনের মাধ্যমে মাপ দিয়ে বেড়া দিয়েছি। আমাদের কাছে লিগ্যাল কাগজপত্র আছে।

এ বিষয়ে গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর বলেন, গত কয়েক বছর ধরে এ ঝামেলা চলছে। আমার কাছে লিখিত একটি বিষয়ে অভিযোগ করা হয়েছে তা সমাধান করেছি। রাস্তা বন্ধের বিষয়ে কেউ লিখিতভাবে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা এ বিষয়টিও সমাধান করার চেষ্টা করব। তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এগুলো মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১০

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

১১

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

১২

সাতক্ষীরার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে : মিঠু

১৩

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

১৪

আ.লীগকে প্রশ্রয়দাতাদের প্রতিরোধ করতে হবে : মির্জা আব্বাস

১৫

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ শ্রমিকের

১৬

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, মূলহোতা নারী গ্রেপ্তার

১৭

খালেদা জিয়া ছিলেন দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক : কবীর ভূইয়া

১৮

ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগাভাগি, যা বলছে নোবেল কমিটি

১৯

ঢাবিতে ৩ দিনব্যাপী নন-ফিকশন বইমেলা শুরু

২০
X