শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সমর্থকের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে মনোহারপুর ইউনিয়নের বিজুলিয়া গ্রামে পেঁয়াজের ক্ষেতে খোকন নামে এক দৃষ্টিপ্রতিবন্ধীকে নৌকা প্রতীকের সমর্থকরা পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
আহত খোকনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খোকন (৪০) বিজুলিয়া গ্রামের হারুন অর রশিদের পুত্র।
এদিন বাংলা ৭১ পত্রিকার সাংবাদিক শেখ ঈমনকে উপজেলা পরিষদ চত্বরে লাঞ্চিতের অভিযোগ উঠেছে শৈলকুপা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরোজের বিরুদ্ধে।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. সাহেব আলী শেখ জানান, বুধবার দুপুরে দৃষ্টি প্রতিবন্ধী খোকনকে প্রতিপক্ষ নৌকা প্রতীকের সমর্থক একই গ্রামের আকামত শেখের ছেলে উজ্জল শেখ, মমরেজ শেখ, উজ্জল শেখের পুত্র ইয়াসিন শেখ ও ঈমন শেখ লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। ঘটনার সময় খোকন তার পেঁয়াজের ক্ষেতে গেলে সেখানে উপস্থিত নৌকা প্রতীকের সমর্থকরা এই ঘটনা ঘটায়।
ঘটনার পর আহত খোকনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ দিকে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোবারক মোল্লার পুত্র আবু বক্কার ও আব্দুল মজিদ শেখের পুত্র সেলিমের বাড়ি ভাঙচুর করা হয়েছে। পিটিয়ে আহত করা হয়েছে মোবারক মোল্লার আরেক পুত্র নজরুলকে । নজরুলকে আহত অবস্থায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
২১ জানুয়ারি সকালে আবাইপুর ইউনিয়নের মিনগ্রামের সাইদুল ইসলাম বিশ্বাসকে মারধর করে হাত-পা ভেঙে দেয় এলাকার নৌকার সমর্থকরা। তিনি এখন মাগুরা হাসপাতালে চিকিৎসাধীন। একই দিন বিকেল সাড়ে ৩টায় ধলহরাচন্দ্র ইউনিয়নের লাঙ্গলবান্দ বাজারে বন্দেখালী গ্রামের মৃত মন্টু বিশ্বাসের ছেলে শরিফুল বিশ্বাস, মো. আতিয়ার বিশ্বাসের পুত্র উজ্জল বিশ্বাসসহ কায়েস, হোসেন, জুমারতকে পিটিয়ে আহত করা হয় এবং জমিরউদ্দীন বিশ্বাসের পুত্র আব্দুর রাজ্জাকের দোকান ভাঙচুর করা হয়।
এই সকল ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ দুই পক্ষের মুচলেকা নিয়েছে।
বগুড়া ইউনিয়নের নাগিরাট গ্রামের মৃত আক্তার মৃধার ছেলে বাবলু মৃধা, মন্টু মিয়ার ছেলে শিহাব মিয়া, আইয়ুব আলী শাহের ছেলে সজিব শাহসহ অনেকে ভয়ে বাড়ি ছাড়া।
নির্বাচনের দিন থেকে উমেদপুর ইউনিয়নে, ব্রাহিমপুর গ্রামের আবু বক্কার মেম্বার, মিরাজুল ইসলাম, দুধসর ইউনিয়ের রহিম মন্ডলের ছেলে লিটন মন্ডল, দুধসর ইউনিয়নের দুধসর গ্রামের খলিল মন্ডল ও স্ত্রী হাসিনাসহ অর্ধশত পরিবারের ওপর হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মনোহারপুর ইউনিয়নের বিজুলিয়া গ্রামের খোকনের ওপর হামলার বিষয়ে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
মন্তব্য করুন