বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামের ঠাকুরবাড়ি কালী মন্দির ভেঙে পাথর চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুই চোরকে হাতেনাতে আটক করে। এ সময় পালিয়ে যায় চোর চক্রের বাকি সদস্যরা। গ্রামবাসীর হাতে আটক আব্বাস এবং দোলন নামের দুই চোরকে পরে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় এই চুরির ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আফজাল হোসেন বলেন, রঙ্গশ্রী ইউনিয়নের কালী ও শীতলা মন্দির ভেঙে পাথর চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির ঘটনার সাথে জড়িত বাকি তিনজন চোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন